এ রাজ্যে ফের বড় বিনিয়োগের বার্তা দিলেন শিল্পপতি সজ্জন জিন্দল (sajjan jindal)। বৃহস্পতিবার সস্ত্রীক কলকাতার সুরুচি সংঘের পুজো মণ্ডপে প্রতিমা দর্শনে এসে তিনি জানান, বাংলায় ইতিমধ্যেই একাধিক প্রকল্পে বিনিয়োগ হয়েছে। আরও নতুন বিনিয়োগের পরিকল্পনাও চলছে।
জিন্দল (sajjan jindal) বলেন, “শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই। তাঁর নেতৃত্বেই আজ পশ্চিমবঙ্গ বিশ্বের শিল্প মানচিত্রে জায়গা করে নিয়েছে। তাই আমরাও এ রাজ্যে বিনিয়োগ বাড়াতে আগ্রহী।”
আরও পড়ুন-রাজ্যকে না জানিয়ে ফের জল ছাড়ল DVC! বেপরোয়াকাজ গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
এদিন তাঁর স্ত্রী সঙ্গীতা জিন্দলও বাংলার শিল্প ও শিক্ষাক্ষেত্র নিয়ে কাজের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলার শিল্পী ও শিল্পকর্ম দেশের অন্য কোথাও এত উচ্চমানের নয়। আমি মুম্বাইবাসী হয়েও এটা বলছি—শিল্পে বাংলাই সেরা।”
সুরুচি সংঘের মণ্ডপ ঘুরে দেখেন জিন্দল দম্পতি। ভিডিওগ্রাফিও করেন। তাঁদের সঙ্গী ছিলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসুও।