ওসলো, ৩ অক্টোবর : প্রত্যাবর্তনেই সাফল্য মীরাবাই চানুর। সোনা এল না। তবে প্যারিস অলিম্পিকে পদক হাতছাড়া করে চতুর্থ হওয়ার পর ভারোত্তোলন বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেই রুপো পেলেন চানু। ৪৮ কেজি বিভাগে জিতলেন পদক। ২০১৭ সালে প্রথমবার বিশ্ব ভারোত্তোলনে নেমেই সোনা জিতেছিলেন। ২০২২-এর পর এবারও রুপো। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় পদক চানুর।
আরও পড়ুন-রাজ্যে বড় বিনিয়োগের বার্তা শিল্পপতি জিন্দলের, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে
নরওয়েতে আয়োজিত প্রতিযোগিতায় ভারতীয় তারকা মোট ১৯৯ কেজি ওজন তোলেন। যার মধ্যে ৮৪ কেজি স্ন্যাচ এবং ১১৫ কেজি ক্লিন অ্যান্ড জার্কে। টোকিও অলিম্পিকে এই ওজন তুলেই রুপো পেয়েছিলেন চানু। এদিনও তুললেন। তাতে অবশ্য সোনা এল না। উত্তর কোরিয়ার রি সং গাম ২১৩ কেজি ওজন তুলে সোনা জেতেন। থাইল্যান্ডের তানইয়াতন সাকচারোয়েন ১৯৮ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পান। ৩১ বছর বয়সি চানু গত বছর প্যারিস অলিম্পিকের পর থেকেই চোট-আঘাতে ভুগছিলেন। অগাস্টে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটে চানুর। সেখানে মোট ১৯৩ কেজি ওজন তুলে সোনা জিতলেও বিশ্ব ভারোত্তোলনে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।