উত্তর ২৪ পরগনা জুড়ে আজ চারটি কার্নিভাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা প্রশাসনের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলায় দুর্গাপুজোর কার্নিভাল হবে শনিবার বিকেলে।

Must read

সংবাদদাতা, বারাসত : উমা পাড়ি দিয়েছেন কৈলাসের পথে। তবে যেতে যেতেও তাঁকে ধরে রাখার চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও জেলা প্রশাসনের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলায় দুর্গাপুজোর কার্নিভাল হবে শনিবার বিকেলে। বারাসত, বসিরহাট, বারাকপুর ও বনগাঁ মহকুমায় জুড়ে মোট চারটি কার্নিভাল হবে। তাই মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে।

আরও পড়ুন-পাকিস্তানকে ফের কড়া হুঁশিয়ারি সেনাপ্রধানের

জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল বলেন, শনিবার বিকেল চারটে থেকে জেলার চারটি মহকুমায় চারটি দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। বসিরহাটে অনুষ্ঠান শুরু হবে দুপুর আড়াইটে থেকে। বারাসতের কার্নিভালে ১৩টি পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে আসবে। বনগাঁর ত্রিকোণ পার্কে ১১টি, বসিরহাটের রেজিস্ট্রি অফিস মোড়ে ১৪টি এবং বারাকপুরে চিড়িয়া মোড়ে ১৩টি পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। প্রশাসন সূত্রে খবর, কার্নিভাল চলাকালীন কয়েক ঘণ্টার জন্য কিছু গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকবে। তবে ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে।

Latest article