বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছিল বৈষ্ণোদেবী যাত্রা (Vaishno Devi)। কিন্তু আবার যাত্রা স্থগিত হয়ে গেল। খারাপ আবহাওয়ার কারণেই আগামী রবিবার থেকে বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হচ্ছে। শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দির বোর্ড এই বিষয়ে জানিয়েছে, ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের চূড়ায় এই গুহা মন্দিরের যাত্রা এই বছর বেশ কয়েকবার স্থগিত করা হয়েছে। গত মাসেও এক নাগাড়ে বৃষ্টির ফলে এই তীর্থযাত্রা বন্ধ করা হয়।
আরও পড়ুন-ব্যাডস অফ বলিউড
৫ অক্টোবর, রবিবার থেকে মাতা বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে জারি করা প্রতিকূল পরিস্থিতির কথা উল্লেখ করেছে মন্দির কমিটি। সোশ্যাল মিডিয়াতে মন্দির কর্তৃপক্ষ এই বিষয়ে জানিয়েছেন, আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত এই যাত্রা আপাপত স্থগিত রাখা হচ্ছে। ৮ অক্টোবর থেকে এই যাত্রা আবার শুরু হবে। তবে সব কিছুই আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করছে।
আরও পড়ুন-মাদ্রাজ হাই কোর্টে ভর্ৎসনার মুখে বিজয়ের দল
এই বছর অগস্ট মাসে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথে হঠাৎ ধস নেমে মৃত্যু হয় ৩৪ জনের, আহত হন ২০ জন। তারপরেও বন্যা এবং ধসের ফলে একাধিকবার এই যাত্রা স্থগিত করা হয়েছে। নিরাপত্তার কারণেই এই সতর্কতামূলক ব্যবস্থা বলেই জানিয়েছে মন্দির কমিটি।