বিতর্কের আঁচেই আজ ভারত-পাক কলম্বোয়

দুই বোর্ডের চুক্তি অনুযায়ী পারস্পরিক মোকাবিলা এখন নিরপেক্ষ দেশে হচ্ছে। তাই ভারত খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

Must read

কলম্বো, ৪ অক্টোবর : বিতর্কের আঁচের মধ্যেই রবিবার বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত কৌররা মুখোমুখি হচ্ছেন পাকিস্তানের। দুই বোর্ডের চুক্তি অনুযায়ী পারস্পরিক মোকাবিলা এখন নিরপেক্ষ দেশে হচ্ছে। তাই ভারত খেলবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

আরও পড়ুন-আড়াই দিনে ইনিংস জয় ভারতের

তবে এশিয়া কাপে সূর্যকুমার যাদবেরা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি। যা নিয়ে এখনও পাক তরফে জলঘোলা করার চেষ্টা হচ্ছে। ফলে ভারতের মেয়েরা কী করেন সেদিকে নজর রয়েছে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া অবশ্য স্পষ্ট বলেছেন তাঁরা ক্রিকেটের সব নিয়ম মানবেন। কিন্তু যেটা এর মধ্যে নেই সেটা নিয়ে মাথা ঘামাবেন না। অর্থাৎ হ্যান্ডশেক যেহেতু প্রোটোকলের মধ্যে পড়ে না তাই এটা হচ্ছে না।
ভারত গুয়াহাটিতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৯ রানে হারিয়েছে। আর পাকিস্তান বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছে। ফলে স্বাভাবিকভাবেই হরমনপ্রীতদের ফেবারিট বলা হচ্ছে। তাছাড়া পরিসংখ্যানও ভারতের দিকে। ১১বার একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে এই দু-দল। প্রত্যেকবারই ভারত জিতেছে। ২০২২-এ শেষবার যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল তখন ভারত জিতেছিল ১০৭ রানে। আগের দিন স্মৃতিদের প্র্যাকটিসে সময় একটি সাপ মাঠে ঢুকে পড়েছিল। তাতে অবশ্য ভারতীয় খেলোয়াড়দের মনঃসংযোগে ব্যাঘাত ঘটেনি। তাছাড়া প্রেমদাসা স্টেডিয়ামে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটে। প্র্যাকটিস সামান্য বন্ধ রেখে আবার সবাই মাঠে নেমে পড়েন। রবিবারের ম্যাচ জিতলে বিশ্বকাপের দৌড়ে অনেকটা ভাল জায়গায় থাকবেন হরমনপ্রীতরা। আপাতত সেই লক্ষ্যেই এগোচ্ছেন তাঁরা।

Latest article