ভারতে মার্কিন শুল্কের নিন্দায় পুতিন

অন্যদিকে, যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লুওরাইড এবং বৈদ্যুতিক গাড়ির (ইভি)-এর জন্য প্যালাডিয়াম মস্কো থেকে আমদানি করেছে।

Must read

নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের একপেশে শুল্কনীতির চালাকি ফাঁস করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জোর দিয়ে বলেন, মস্কো থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য যখন ভারতের মতো দেশগুলিকে চাপ দেওয়া হচ্ছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তার পারমাণবিক শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম কেনা অব্যাহত রেখেছে। ভারতের বিদেশমন্ত্রক আগেই ইঙ্গিত দিয়েছিল যে গত বছর ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার সঙ্গে ৬,৮০০ কোটি ডলার মূল্যের বাণিজ্য হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লুওরাইড এবং বৈদ্যুতিক গাড়ির (ইভি)-এর জন্য প্যালাডিয়াম মস্কো থেকে আমদানি করেছে।

আরও পড়ুন-বিষ খাইয়ে জুবিনকে খুন ম্যানেজারের বিরুদ্ধে, বিস্ফোরক ব্যান্ডসদস্য

দক্ষিণ রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলবর্তী সোচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভালদাই আলোচনা মঞ্চে ইউক্রেন যুদ্ধ শেষ করতে মস্কোকে বাধ্য করার লক্ষ্যে রুশ বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে ট্রাম্পের চাপ প্রয়োগের কৌশলে দ্বৈত মানদণ্ড উন্মোচন করতে পুতিন কোনও কসুর করেননি। পুতিন জানান, রাশিয়া হল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী এবং ২০২৫ সালে আমেরিকা থেকে ইউরেনিয়াম বিক্রির মাধ্যমে প্রায় ১.২ বিলিয়ন ডলার আয় করার কথা রয়েছে।
পুতিন ওয়াশিংটনের কপটতা তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহারকারী বৃহত্তম দেশগুলির মধ্যে অন্যতম। যেহেতু যুক্তরাষ্ট্রে পারমাণবিক শক্তি বিকশিত, তাই তাদের প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন। আমরা সবচেয়ে বড় সরবরাহকারী না হলেও, আমেরিকার বাজারে ইউরেনিয়ামের দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হল রাশিয়া। মার্কিন বাজারে মোট ইউরেনিয়াম বিক্রির প্রায় ২৫% আসে রাশিয়া থেকে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রকে ইউরেনিয়াম রফতানি করে রাশিয়া আনুমানিক ৮০০ মিলিয়ন ডলার আয় করেছিল। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ভারতের সঙ্গে আমাদের কখনওই কোনও সমস্যা বা আন্তঃরাজ্য উত্তেজনা তৈরি হয়নি। ভারত-রাশিয়া সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পুতিন। মার্কিন চাপ সত্ত্বেও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করার ভারতের সিদ্ধান্তেরও তিনি প্রশংসা করেন। তিনি আরও যোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্কের কারণে ভারত যে ক্ষতির সম্মুখীন হবে, তা রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির মাধ্যমে পূরণ করা সম্ভব, পাশাপাশি এটি একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ভারতের মর্যাদা বৃদ্ধি করবে।

Latest article