বৃষ্টিবিঘ্নিত কার্নিভাল জেলায়, আজ শহরে

আজ, রবিবার রেড রোডে রাজ্যের বার্ষিক দুর্গাপুজো কার্নিভাল। এই উৎসবমুখর আয়োজনে শেষ হবে কলকাতার দুর্গাপুজোর নিরঞ্জনপর্ব।

Must read

প্রতিবেদন : আজ, রবিবার রেড রোডে রাজ্যের বার্ষিক দুর্গাপুজো কার্নিভাল। এই উৎসবমুখর আয়োজনে শেষ হবে কলকাতার দুর্গাপুজোর নিরঞ্জনপর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু-হওয়া এই কার্নিভাল এ-বছর দশম বর্ষে পা দিচ্ছে। এবারও রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মানজয়ী পুজো কমিটিগুলি অংশ নেবে এই মহাশোভাযাত্রায়। এদিকে, শনিবার জেলায় জেলায় অনুষ্ঠিত হল দুর্গাপুজো কার্নিভাল। রাজ্যের লোকসভা কেন্দ্রওয়াড়ি এই কার্নিভাল বৃষ্টিবিঘ্নিত হলেও উৎসাহ-উন্মাদনা কোনও অংশেই কম ছিল না। বিভিন্ন দুর্গোৎসব কমিটি নিজেদের মতো করে থিমনির্ভর সাংস্কৃতিক অনুষ্ঠান মেলে ধরে। এরপর রবিবার বিকেল সাড়ে চারটে থেকে রেড রোডে শুরু হবে কার্নিভাল। মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, টলিপাড়ার তারকা, খ্যাতনামা কবি, সাহিত্যিক, চিত্রপরিচালক ও ক্রীড়াবিদেরা। সাংস্কৃতিক পরিবেশনা, থিম-ভিত্তিক শোভাযাত্রা, নাচগান ও প্রতিমা প্রদর্শনের মধ্য দিয়ে দুর্গা কার্নিভাল পরিণত হবে এক নক্ষত্রসমাবেশে।

আরও পড়ুন-দিনের কবিতা

কার্নিভালের আগেই শুক্রবার পর্যন্ত রেড রোডে চলেছে পূর্ণাঙ্গ মহড়া। প্রতিটি পুজো কমিটি নিজস্ব থিমে তৈরি করেছে শোভাযাত্রা— কোথাও বিশেষ পোশাক, কোথাও থিম সং, আবার কোথাও ঐতিহ্যবাহী নৃত্যানুষ্ঠান। শনিবার রাজ্যের অন্য জেলা শহরগুলিতেও একইভাবে দুর্গা কার্নিভাল আয়োজিত হবে।
উৎসব দেখতে সাধারণ মানুষের আগ্রহ চরমে। ভিড় সামলাতে কলকাতা পুলিশ ইতিমধ্যেই ট্রাফিক নিয়ন্ত্রণের বিস্তারিত নকশা তৈরি করেছে। পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড ও লাভার্স লেনে পণ্যবাহী যান-চলাচল নিষিদ্ধ থাকবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত এক্সাইড মোড় থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তায় প্রতিমা নিরঞ্জন ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। এ-ছাড়া, যানজট এড়াতে দুপুরের পর এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তরমুখী এবং মেয়ো রোডের পশ্চিমমুখী ট্রাফিকও সীমিত থাকবে। শুধুমাত্র দুর্গা কার্নিভালের স্টিকারযুক্ত গাড়িগুলিকেই রেড রোডে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও পুজোর গর্ব তুলে ধরতে এই দুর্গা কার্নিভাল এখন কলকাতার অন্যতম আন্তর্জাতিক আকর্ষণ। বিদেশি পর্যটক ও রাজ্যের বাসিন্দাদের একসঙ্গে যুক্ত করে এটি পরিণত হয়েছে বাংলার ঐক্য, শিল্প এবং আনন্দের প্রতীক হিসেবে।

Latest article