উত্তরে বিপর্যস্ত জীবন, দক্ষিণে হলুদ সতর্কতা

উত্তরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এবার দক্ষিণেও জারি হল হলুদ সতর্কতা। নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে

Must read

প্রতিবেদন : উত্তরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। এবার দক্ষিণেও জারি হল হলুদ সতর্কতা। নিম্নচাপ শক্তি হারিয়ে উত্তর বিহারে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। শক্তি কমলেও ওই ঘূর্ণাবর্তের প্রভাবেই রবিবার বাংলায় ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র উপকূলের দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে এখনও। আলিপুরদুয়ারে সব থেকে বেশি বৃষ্টি হবে এবং সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই জেলায়। এছাড়াও অতি-ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে, আগামী দুদিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেক কমে যাবে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যামোকাবিলায় জরুরি বৈঠক

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। তাই হাওয়া অফিস মানুষকে বাইরে বের হওয়ার সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Latest article