বর্ণাঢ্য দুর্গা-কার্নিভাল রেড রোডে

বৃষ্টি উপেক্ষা করেই রেড রোডে বর্ণাঢ্য কার্নিভালের উৎসব। রঙবেরঙের সাজে ঢাকের তালে নাচে-গানে জমকালো শোভাযাত্রায় জমজমাট পুজো কার্নিভাল চলছে।

Must read

প্রতিবেদন : পুজো-শেষে পুজোর কার্নিভালে মাতোয়ারা কলকাতা। বৃষ্টি উপেক্ষা করেই রেড রোডে বর্ণাঢ্য কার্নিভালের উৎসব। রঙবেরঙের সাজে ঢাকের তালে নাচে-গানে জমকালো শোভাযাত্রায় জমজমাট পুজো কার্নিভাল চলছে। সকাল থেকে শেষ মুহূর্তের তোড়জোড়-শেষে বিকেল ৪টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে পৌঁছতেই শুরু হয় এবারের পুজো কার্নিভাল। মুখ্যমন্ত্রীর সৌজন্যে ও বিশেষ প্রচেষ্টায় পুজো কার্নিভাল এ-বছর দশ বছরে পদার্পণ করেছে। তাই অন্যবারের তুলনায় এবারের কার্নিভালে জাঁকজমক আরও বেশি। প্রতিবারের মতো এ-বছরও ছিলেন দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা। এই প্রথম অংশগ্রহণকারী পুজো কমিটির সংখ্যা একশো ছাড়িয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে এবারের পুজোর অ্যালবাম ‘দুর্গা অঙ্গন’-এর গানে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও দীক্ষা মঞ্জরীর নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় কার্নিভাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে উপস্থিত মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার মনোজ ভার্মা-সহ অন্যেরা। মঞ্চ আলো করে হাজির টলিপাড়ায় একঝাঁক তারকা শিল্পী। সেখানে হাজির হয়েই সকলের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন মুখ্যমন্ত্রী। তার পরই উত্তর থেকে দক্ষিণ, কলকাতা ও শহরতলির একের পর এক সেরা পুজো কমিটিগুলি তাঁদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু করে। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন পুজো কমিটির শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় মূল কার্নিভাল পর্ব। শ্রীভূমি স্পোর্টিং, ত্রিধারা সম্মিলনী, চেতলা অগ্রণী, বেহালা নতুন দল, হাতিবাগান সর্বজনীন, বাবুবাগান, দমদম পার্ক তরুণ সংঘ, রামমোহন সম্মিলনী, নাকতলা উদয়ন সংঘ, অজেয় সংহতি, দমদম ভারতচক্র, আলিপুর সর্বজনীন, কালীঘাট মিলন সংঘ, যোধপুর পার্ক ৯৫ পল্লি-সহ মোট ১১৩টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশগ্রহণ করে।

আরও পড়ুন-উত্তরে বিপর্যস্ত জীবন, দক্ষিণে হলুদ সতর্কতা

নাচ-গানের তালে তালে রবিবাসরীয় সন্ধ্যার রেড রোডের কার্নিভাল-মঞ্চে এক অন্য মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উপস্থিত টলিউডের কলাকুশলীদের সঙ্গে নাচে পা-ও মেলান, আবার নিজে হাতে ঢাক বাজিয়ে উৎসবের সঙ্গী হন। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে কার্নিভাল চলাকালীনই আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি আসে। যদিও তাতে উৎসবে কোনও ভাটা পড়েনি। বৃষ্টি মাথায় নিয়েই পুজো কমিটিগুলি তাদের উপস্থাপনা চালিয়ে যায়।

Latest article