প্রতিবেদন : বিজেপির টুকলি লিস্টে নতুন সংযোজন, ফুচকা! এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘নকল’ করে ফুচকা খেতে গিয়েও হাসির খোরাক হতে হল গদ্দারকে। দুর্গাষ্টমীতে কন্যা আজানিয়াকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে শালপাতার বাটিতে ফুচকা খেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বিপর্যয় মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ল প্রশাসন
সমাজমাধ্যমে সেই ছবি বিপুল ভাইরাল হয়েছে। মানুষের মুখে-মুখে ফিরেছে সাংসদের পাশাপাশি একজন বাবা হয়ে কন্যার সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে অভিষেকের এই ফুচকা খাওয়ার মুহূর্ত। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে একেবারে নাস্তানাবুদ হয়েছেন বিরোধী দলনেতা। সরগর না হওয়ায় পাখির মতো ফুচকায় ছোট ছোট কামড় বসান। বোঝাই যায় এ-বিষয়ে অভ্যস্ত নন, নিতান্তই অভিষেক করেছে বলে ফুটেজ খেতে তাকেও করতে হল। তাঁর এই টুকলিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য, ময়ূরের পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। দিনের শেষে কাক কাকই থাকে।