ইন্দো-ভুটান রিভার কমিশন আজও হল না, কেন্দ্রের উদাসীনতাতেই উত্তরে দুর্যোগ : ঋতব্রত

তারপর শনিবার রাতে ১২ ঘন্টায় অবিশ্রান্ত বৃষ্টি। ফলে পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।

Must read

প্রতিবেদন : ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে উত্তরবঙ্গে নদীর জলস্তর বেড়েছে। তারপর শনিবার রাতে ১২ ঘন্টায় অবিশ্রান্ত বৃষ্টি। ফলে পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এই পরিস্থিতির জন্য কেন্দ্রের উদাসীনতাকেই সম্পূর্ণরূপে দায়ী করল তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সোজাসাপটা জানিয়ে দেন, বারবার অনুনয়-বিনয় করা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন গঠন করেনি কেন্দ্র। আজ তার ফল ভুগতে হচ্ছে বাংলাকে। সিকিম-ভুটানের জলে বারবার ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ।

আরও পড়ুন-ফুচকা খাওয়াতেও টুকলি হাসির খোরাক হল গদ্দার

ঋতব্রত স্পষ্ট দাবি, উত্তরবঙ্গে এতটা ক্ষয়ক্ষতি হত না, যদি রিভার কমিশন গঠন করা হত। তা হয়নি স্রেফ কেন্দ্রের উদাসনীতায়। রাজ্য সরকারের তরফে বারবার বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি। সংসদে কথা একাধিকবার তুলে ধরা হয়েছে জলশক্তি মন্ত্রক জানিয়েছে এটি বাস্তবায়নের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। রবিবার দুর্যোগ পরিস্থিতি দেখে তৃণমূল সাংসদ ফের একবার প্রশ্ন তুললেন, যদি ইন্দো-বাংলাদেশ রিভার কমিশন থাকতে পারে, কেন ইন্দো-ভুটান রিভার কমিশন থাকবে না? এটা প্রয়োজনীয়। তিনি বলেন, রায়ডাক, সংকোশের মতো নদীর জল বেড়েছে ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে। তাতেই বানভাসি হয়েছে উত্তরবঙ্গের অধিকাংশ এলাকা।
উল্লেখ্য গত ১১ আগস্ট রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জলশক্তি মন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন, ইন্দো-ভুটান রিভার কমিশন নিয়ে কী ভাবনা রয়েছে কেন্দ্রের। তাতে সংশ্লিষ্ট মন্ত্রী জানান এ নিয়ে কোনও ভাবনা এখনই নেই। অথচ ভুটান ও সিকিমের বৃষ্টিতে বাংলার মানুষ ডুবছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দো-ভুটান রিভার কমিশন বাস্তবায়িত করা জরুরি বলে জানিয়েছিলেন কেন্দ্রকে। তাহলে নদীর জল নিয়ন্ত্রণ করা যেত, বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যেত উত্তরবঙ্গকে। প্রাকৃতিক দুর্যোগেও এতটা দুরবস্থা হত না উত্তরের জেলাগুলির। এটাও বাংলার প্রতি কেন্দ্রের একটা বঞ্চনা। বিজেপি ভুটান সিকিমের জলে উত্তরবঙ্গ ডোবাচ্ছে, আর ডিভিসিকে দিয়ে ডোবাচ্ছে দক্ষিণবঙ্গকে। বাংলাকে ডোবানো বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র। মুখ্যমন্ত্রীও এদিন এক্স হ্যান্ডল পোস্টে পাহাড় তথা উত্তরবঙ্গের দুর্যোগের কারণ হিসেবে ভুটানকে দায়ী করেন।

Latest article