ফারুখাবাদ: কোচিং সেন্টারে রহস্যজনক বিস্ফোরণ যোগীরাজ্যে। নিহত অন্তত দু’জন। গুরুতর জখম হয়েছেন কমপক্ষে আরও বেশ ১০ জন। প্রত্যেকেই পড়ুয়া বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুখাবাদে, শনিবার সন্ধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কোচিং সেন্টারে তখন অন্যদিনের মতোই পড়তে এসেছিলেন ছাত্র- ছাত্রীরা। আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। দেখা যায় রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাতরাচ্ছেন বেশ কয়েকজন পড়ুয়া।
আরও পড়ুন-সুন্দরবনের কোজাগরী উৎসবের সূচনায় কীর্তি আজাদ
বাকিরা আতঙ্কে দিশাহারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং দমকল। উদ্ধারকাজে প্রথমে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রাই। গুরুতর জখমদের পাঠানো হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে দু’জনের। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কেউই কিছু বলতে পারছেন না সুনির্দিষ্টভাবে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বিস্ফোরণের নেপথ্যে মিথেন গ্যাস। কোচিং সেন্টারের বেসমেন্টে জমাট বেঁধেছিল এই গ্যাস। তা থেকেই ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ। নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এই ঘটনায় যোগী প্রশাসনের অপদার্থতাকেই দায়ী করেছেন পড়ুয়াদের অভিভাবকরা। রাজ্যজুড়ে উঠেছে নিন্দার ঝড়। প্রশ্ন একটাই, গেরুয়া রাজত্বে কি নিরাপদ নয় কোচিং সেন্টারের পড়ুয়ারাও?