জয়পুরের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬ রোগী

রাজস্থানের জয়পুরের সাওয়াই মান সিংহ হাসপাতালের (SMS Hospital) ট্রমা কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ রোগীর মৃত্যু হয়েছে।

Must read

রাজস্থানের জয়পুরের সাওয়াই মান সিংহ হাসপাতালের (SMS Hospital) ট্রমা কেয়ার সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ রোগীর মৃত্যু হয়েছে। আহত একাধিক। রবিবার রাতের এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান, তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-বাংলায় আজ বাণিজ্যে বসতে লক্ষ্মী

ট্রমা কেয়ারের ইন-চার্জ চিকিৎসক অনুরাগ ধাকড় জানিয়েছেন, রবিবার গভীর রাতে যখন হাসপাতালে আগুন লাগে তখন নিউরো আইসিইউ বিভাগে মোট ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। যে ছয়জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে চার জন পুরুষ এবং দু’জন মহিলা। বাকিদের নিরাপদে আইসিইউ থেকে বার করে আনা গিয়েছে। অন্যত্র তাঁদের চিকিৎসা চলছে। কিন্তু পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী-স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীরা হাসপাতালে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার পাশাপাশি কর্তৃপক্ষ এবং কর্মীরা দুর্ঘটনার সময়ে রোগীদের ফেলে রেখেই পালিয়ে গেছিলেন বলে অভিযোগ। আগুন লাগার ফলে ট্রমা কেয়ার সেন্টার এবং হাসপাতালে অন্যান্য অংশে থাকা একাধিক গুরুত্বপূর্ণ নথি ও মেডিক্যাল সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

Latest article