অবশেষে রেড রোডে বর্ণাঢ্য কার্নিভালের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে এবারের দুর্গোৎসব। নির্বিঘ্নেই মিটেছে গোটা প্রক্রিয়া। ম্যান অফ দ্যা ম্যাচ যদিও এক কথায় কলকাতা ও রাজ্য পুলিশ। জেলার পুজোতেও এবার কলকাতার মতো ছিল আঁটসাঁট ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন ছিল ১৫ হাজারেরও বেশি পুলিশ। পুজো উদ্যোক্তারাও সহযোগিতা করেছেন। এই বিষয়ে এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকেই ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
আরও পড়ুন-নিজের লেখা ও সুরে লক্ষ্মীপুজোর নতুন গানের মাধ্যমে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
তিনি লেখেন, ”রাজ্যের পুলিশ এবং প্রশাসন, সমগ্র পুলিশ পরিবার এবং সমগ্র প্রশাসন পরিবার, সংবাদমাধ্যম, সাধারণ মানুষ, সংস্কৃতি জগৎ, এবং সমস্ত পুজো ক্লাব ও উদ্যোক্তাদের তাঁদের চমৎকার কাজ, দারুণ দক্ষতা এবং পারদর্শিতার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার সর্বোচ্চ অভিবাদন।
কলকাতা থেকে রাজ্যের প্রতিটি জেলা এবং প্রতিটি ব্লক পর্যন্ত বাংলা তার সাংস্কৃতিক ঐতিহ্যের সর্বোচ্চ মান প্রদর্শন করেছে। আমার সর্বোচ্চ শ্রদ্ধা এবং আন্তরিক অভিবাদন ও ভালোবাসা রইল সকলের প্রতি।”
আরও পড়ুন-কটকে বিসর্জন ঘিরে ধুন্ধুমার, জখম পুলিশ সহ ২৫, কাঠগড়ায় বিজেপি
প্রসঙ্গত, পুজোর ভিড় সামলে শহরে নিরাপত্তার দিকেও তীক্ষ্ণ নজরদারি ছিল পুলিশ ও প্রশাসনের। ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ১২,৩৯৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুজোয় বিশৃঙ্খলার অভিযোগে ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পুজোর মণ্ডপেও সাইবার অপরাধ নিয়ে নাগরিকদের সচেতন করেছে লালবাজার। আইন ও শৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রথম থেকে ব্যবস্থা নিতে হয়েছে পুলিশকে। পথ দুর্ঘটনার খবরও উঠে আসে নি। শান্তিপূর্ণভাবেই সামাল দেওয়া গিয়েছে চলতি বছরের দুর্গাপুজো।