দামোদরে ৪৫ কিমি জলের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জয়ী ৭৫-এর মাতুরি

Must read

সংবাদদাতা, বর্ধমান : চার ঘন্টা জলে ভেসে থাকার পর বাড়ি থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে উদ্ধার করা হল প্রায় সত্তরোর্ধ এক বৃদ্ধাকে। দামোদরের জলে জীবনমরণ যুদ্ধে জয়ী মানুষ। রবিবার বিকালে দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যান বৃদ্ধা মাতুরি টুডু (Maturi Tudu)। একদিকে নিম্নচাপ অন্যদিকে কয়েকদিন ধরে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়ায় বেড়েছে দামোদরের জলস্তর। রবিবার দুপুরে রায়না থানার জাকতা থেকে প্রায় ৪৫ কিমি দূরে জামালপুর থানার বেগের মুখের কাছে একটি সাঁকোর খুটিকে কোনোক্রমে ধরে ফেলেন তিনি। রবিবার সন্ধ্যার দিকে বৃদ্ধার বাঁচাও বাঁচাও আওয়াজ ও গোঙানির শব্দ শুনতে পান মুইদিপুর এলাকার নদীর ধারের মানুষ। তাঁরা বৃদ্ধাকে উদ্ধার করেন। জামালপুর থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধাকে প্রথমে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে বর্ধমান মেডিকেলে স্থানান্তরিত করা হয়। জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খান জানিয়েছেন, বৃদ্ধার বাড়ি হিজলনার জাকতা গ্রামে। পুলিশ প্রশাসন তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

আরও পড়ুন- বৃষ্টি-ধসে ভাঙা বাড়ি-রাস্তা-ব্রিজ বানিয়ে দেবে রাজ্য! ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর আশ্বাস মুখ্যমন্ত্রীর

Latest article