কেন গ্রেফতার সোনম? কেন্দ্রকে সুপ্রিম-নোটিস

Must read

ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের (Sonam wangchuk) কেন জেলে, কেন গ্রেফতার করা হয়েছে তাঁকে? জানতে চেয়ে কেন্দ্রকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট।

সোনমের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি যে অ্যাংমো। এই মামলায় সোমবার কেন্দ্র, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং যোধপুর সেন্ট্রাল জেলের পুলিশ সুপারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। এই মামলাটির পরবর্তী শুনানি ১৪ অক্টোবর।

আরও পড়ুন- ইমিউনিটি সিস্টেম নিয়ে যুগান্তকারী গবেষণা, মেডিসিনে নোবেল ত্রয়ীর

জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করে সোনমকে (Sonam wangchuk) গত ২৬ সেপ্টেম্বর লেহর বাড়ি থেকে গ্রেফতার করে লাদাখ পুলিশ। রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলেই আপাতত সোনম আছেন। গীতাঞ্জলীর আইনজীবী দাবি করেন, সোনমকে আটকের কারণগুলি পরিবারকে জানানো হয়নি। পাল্টা সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সোনমকে গ্রেফতারের কারণ ইতিমধ্যেই তাঁকে জানানো হয়েছে।

এদিকে গত শনিবার সোনম জেল থেকে বার্তা দিয়েছেন, লেহ শহরে বিক্ষোভে চারজনের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। ততদিন তিনি জেলে থাকতে প্রস্তুত। সোনাম জানিয়েছিলেন, “আপনারা শান্তি ও ঐক্যের পথ ছাড়বেন না। শান্তিপূর্ণভাবে সংগ্রাম করুন। বিক্ষোভের সময় যে চারজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হোক। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি জেলে থাকতে তৈরি। শারীরিক ও মানসিকভাবে ভালো রয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। অন্যদিকে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জানিয়েছে, সোনাম-সহ অন্যান্যদের মুক্তি না দেওয়া পর্যন্ত কেন্দ্রের সঙ্গে বৈঠকে তারা বসবে না।

Latest article