সোমবার দেশের শীর্ষ আদালতে হুলস্থুল কাণ্ড। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আচমকা কাল পোশাক পরা এক আইনজীবী ডায়াসের কাছে পৌঁছে জুতো ছুড়ে মারার চেষ্টা করেন দেশের প্রধান বিচারপতি বি আর গভাইকে (CJI BR Gavai)। আচমকা এই ঘটনায় চমকে ওঠেন সকলেই, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় রক্ষা পান CJI।
এই ঘটনাটিকে “ভারতের সংবিধানের ওপর আক্রমণ” বলে কড়া ভাষায় নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা থেকে এক বার্তায় তিনি বলেন, “আমি দেশের প্রধান বিচারপতি বি আর গভাইজিকে শ্রদ্ধা করি। আজকের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, আমাদের সংবিধানের মর্যাদার ওপরও আঘাত।” মুখ্যমন্ত্রী গভাইয়ের উদ্দেশে শুভেচ্ছা পাঠিয়ে বলেন, “জয় হিন্দ!”
আরও পড়ুন-কেন গ্রেফতার সোনম? কেন্দ্রকে সুপ্রিম-নোটিস
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজলাসে বসে তালিকায় থাকা মামলাগুলি শুনছিল। সেই সময়েই আইনজীবীর পোশাক পরা ওই ব্যক্তি হঠাৎ সামনের দিকে এগিয়ে গিয়ে জুতো ছোড়ার চেষ্টা করেন প্রধান বিচারপতিকে। কেউ কেউ অবশ্য বলছেন, যে জুতো নয় বরং এক বান্ডিল কাগজ তাক করেছিলেন অভিযুক্ত। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় গভাইয়ের কোনও আঘাত লাগেনি। কোর্টরুম চত্বরে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলেও প্রধান বিচারপতি (CJI Gavai) অত্যন্ত স্থির ও শান্তভাবে পরিস্থিতি সামাল দেন। ঘটনার জেরে কয়েক মিনিটের জন্য বিঘ্নিত হয় শীর্ষ আদালতের কাজ। এরপর প্রধান বিচারপতি বাকি আইনজীবীদের শুনানির সওয়াল-জবাব চালিয়ে যাওয়া নির্দেশ দিয়ে বলেন, এই ধরনের ঘটনা তাঁকে বিচলিত করতে পারবে না। ওই ব্যক্তি কে এবং কেন এই কাজ করলেন তা জানার চেষ্টা চলছে। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সত্যিই আইনজীবী কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।