প্রতিবেদন : বন্যা-বিধ্বস্ত উত্তরবঙ্গে ফটোশ্যুট করতে গিয়ে মানুষের ক্ষোভের মুখে আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ। মঙ্গলবার শিলিগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে (Khagen Murmu) দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত সাংসদের স্থিতিশীল অবস্থা। যদিও এই নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছে বিজেপি। পাল্টা জবাবে বিজেপিকে বিদ্ধ করেছে তৃণমূলও। দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, এতদিন এত জায়গায় বিপর্যয় হয়েছে, সেখানে যাননি কেন? মণিপুরের অশান্তির ৯৬৪ দিন পরে প্রধানমন্ত্রী সেখানে গিয়েছেন! আর প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন কোন মুখে? বিজেপি-শাসিত ওড়িশায় বিজেপি নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। কীসের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন?
আরও পড়ুন- স্বাভাবিক হচ্ছে পাহাড়-ডুয়ার্স রাজ্যের প্রশংসায় পর্যটকেরা
সোমবার জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যা-দুর্গত এলাকায় ফটোশ্যুট করতে যান বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। কিন্তু ত্রাণের বদলে বিপর্যস্ত এলাকায় প্রচুর গাড়ি নিয়ে যাওয়ায় স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। নির্বাচনের সময় দেখা গেলেও এমনি সময় ‘ডুমুরের ফুল’ বিজেপি নেতাদের উপর চড়াও হন সাধারণ মানুষ। মঙ্গলবার এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এ-প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, লোকসভার স্পিকার যদি কিছু চেয়ে থাকেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা সেটা দেখে নেবেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করেছি। দল এই হামলা কোনওভাবেই সমর্থন করে না। মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, দুর্যোগের সময় সকলকে একসঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হবে।
বিজেপিকে নিশানা করে কুণালের আরও আক্রমণ, আপনাদের নেতারা ত্রাণ না নিয়ে শুধু ছবি তুলতে দুর্গত এলাকায় গিয়েছিলেন, সেই কারণেই মানুষের ক্ষোভ আছড়ে পড়েছে। কারণ, মানুষ জানে তাঁদের আবাসের টাকা, ১০০ দিনের প্রাপ্য টাকা কে দেয়নি! বাংলার নানা কাজের টাকা এরাই কেন্দ্রকে বলে আটকে দিয়েছেন, আর এখন বড়-বড় কথা বলছেন? মানুষের ক্ষোভ কীসের জন্য সেটাও তো বুঝতে হবে। এই ঘটনা নিয়ে আপনারা যত বেশি রাজনীতি করবেন, মানুষ তত বেশি করে আপনাদের প্রত্যাখান করবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু থেকেই তৃণমূল কর্মীরা, স্থানীয় প্রশাসন, পুলিশ, ক্লাব-সংগঠন মানুষের পাশে রয়েছে। সেখানে ত্রাণ ছাড়া কি করতে গিয়েছিলেন বিজেপি নেতারা (Khagen Murmu)? ফটো তুলতে?