সংবাদদাতা, বীরভূম : বোলপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোর কমিটির বৈঠক থেকে মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীরভূমের ২৭টি সাংগঠনিক ব্লক এবং ছটি পুরসভা এলাকায় লাগাতার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান চলবে। ১১ তারিখ থেকে শুরু হবে এই বিজয়া সম্মিলনী। এদিন কোর কমিটির বৈঠকে ছিলেন সকল সদস্য। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ব্যক্তিগত কাজ থাকায় থাকতে পারেননি। বৈঠকের শুরুতেই কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নেতৃত্বে কোর কমিটির সদস্যরা উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ-হারানো পরিবারগুলোর উদ্দেশে শোক পালন করেন।
আরও পড়ুন-নারীর ক্ষমতায়নে নয়া দিশা বাংলা
এরপরে বিজয় সম্মিলনী অনুষ্ঠান কীভাবে আয়োজন করা হবে, পাশাপাশি প্রত্যেকটি বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে কোর কমিটির সদস্যরা কে কোথায় অংশগ্রহণ করবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্য তৃণমূল নেতারা কোন ব্লক বা কোন পুরসভায় অংশ নেবেন সেই তালিকা রাজ্য থেকে আসার অপেক্ষায় রয়েছে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি। অনুব্রত বলেন, এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান সফল করবেন ব্লক ও অঞ্চলের নেতারা। পাশাপাশি বিধায়কেরা নিজেদের এলাকার সমস্ত অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন। বীরভূম এবং বোলপুর দুটি লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ও অসিত মালও নিজেদের সাতটি বিধানসভায় এলাকার সব ক’টি বিজয় সম্মিলনী অনুষ্ঠানে পৌঁছনোর চেষ্টা করবেন। যেহেতু বিধায়কদের বিধানসভা সাংসদদের লোকসভা রয়েছে সেক্ষেত্রে তারা দেখে নেবেন কবে কোথায় উপস্থিত হতে পারছেন। সবচেয়ে বড় বিষয় এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এলাকার মানুষ একত্রিত হবেন। তাঁদের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারব। এই সময় মানুষ আসে তাদের এলাকার অনেক কিছু সমস্যা জানাতে। মিষ্টিমুখের পাশাপাশি তাঁদের সমস্যার কথা জেনে আমরা সেটা সমাধানের জন্য উদ্যোগ নিতে পারব। ঠিক যেমনভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। নিজে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী দুর্গত মানুষদের আশ্বাস দিয়েছেন পাশে থাকার। আমরা মুখ্যমন্ত্রী অনুগত সৈনিক। তার আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা রাজনীতি করি এবং সকাল থেকে রাত অব্দি মানুষের পাশে থাকি।