প্রত্যন্ত এলাকায় পৌঁছল ত্রাণ

মাথাভাঙা দুই ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ কলোনিতে জলঢাকা নদীর জলে নিখোঁজ হয়ে যাওয়া দয়ারাম বর্মন ও মৃন্ময় বর্মন এর দেহ উদ্ধার হল সোমবার

Must read

সংবাদদাতা, কোচবিহার : মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেল ত্রাণ। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙায় ত্রাণ নিয়ে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী-সহ জেলাশাসক অরবিন্দকুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য।

আরও পড়ুন-নির্বিঘ্নে ফিরে প্রশাসনকে ধন্যবাদ দিলেন পর্যটকেরা, খুলে গেল টাইগার হিল-সান্দাকফু

মন্ত্রী উদয়ন গুহ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিলি করা হয়েছে। এদিকে মাথাভাঙায় জলঢাকা নদীতে ভেসে গিয়ে মৃত দুজনের পরিবারের সঙ্গে আজ দেখা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মাথাভাঙা দুই ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণ কলোনিতে জলঢাকা নদীর জলে নিখোঁজ হয়ে যাওয়া দয়ারাম বর্মন ও মৃন্ময় বর্মন এর দেহ উদ্ধার হল সোমবার। রবিবার দিনভর নিখোঁজ ছিল এই গ্রামের দুজনের দেহ। কান্নায় ভেঙে পড়েছে দুজনের পরিবার। মাথাভাঙায় অনবরত বৃষ্টির জেরে জল বেড়েছে জলঢাকায়। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন এলাকাবাসীরা। তবে সোমবার দুপুরের পর থেকে মাথাভাঙা ১ ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের জোরশিমুলি এলাকায় নদীর জল নামতে শুরু করেছে। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। মঙ্গলবার ওই এলাকায় যান অভিজিৎ দে ভৌমিক।

Latest article