প্রতিবেদন : সপ্তাহ-শেষেই বিদায় নেবে বর্ষা। কমছে বৃষ্টির সম্ভাবনাও। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। ১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান জানাচ্ছেন, বর্ষা বিদায় রেখার অন্য অংশ উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এসে ২৬ সেপ্টেম্বর থেকে থমকে আছে।
আরও পড়ুন-সেক্টর ফাইভে স্মার্ট নজরদারি চালু স্বয়ংক্রিয় নম্বর প্লেট ব্যবস্থা
আগামী তিন-চার দিনের মধ্যে বর্ষা গুজরাতের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। এরপর আগামী ৩-৪ দিনের মধ্যেই বাংলায় বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। উত্তরেও দুর্যোগের রেশ কমবে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়লেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে।বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরো কমবে। স্থানীয়ভাবেই শুধু কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বেশিরভাগ অংশই কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

