মঙ্গলবার, শিলিগুড়ির সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (cm mamata banerjee) জানান, খড়্গপুরে বিড়লাগ্রুপের রং কারখানার উদ্বোধন করতে বৃহস্পতিবার যাবেন তিনি। তারপরেই জানা যায়, কুমার মঙ্গলাম বিড়লার অসুস্থতার কারণে এই উদ্বোধন আপাতত স্থগিত রাখা হয়েছে। উত্তরবঙ্গ থেকে বুধবার দুপুরে কলকাতা বিমানবন্দরে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। তাঁর কথায় বিড়লাদের উপর জোর খাটিয়ে কারখানার উদ্বোধন স্থগিত করিয়েছে হাইলোডেড ভাইরাস (পড়ুন বিজেপি)। কুমার মঙ্গলামের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি মুখ্যমন্ত্রী (cm mamata banerjee)। মুখ্যমন্ত্রী কথায়, বিজেপির চাপে পড়ে এটা করতে বাধ্য হয়েছে বিড়লা। এদিকে ত্রিপুরায় আগরতলা বিমানবন্দরের আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধিদলকে। এমনকী তাঁদের ভাড়া করা গাড়ির ড্রাইভারদের ওপরেও চাপ দিয়ে সেখান থেকে গাড়ি সরিয়ে দেওয়া হয়। কোন গাড়িও ভাড়া করতে পারছিলেন না তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার উল্লেখ করে মমতা বলেন, ট্যাক্সি ড্রাইভার থেকে বিড়লা- সবার উপর প্রভাব খাটিয়ে বাংলাকে বঞ্চিত করতে চাইছে। কোণঠাসা করতে চাইছে বিজেপি।
এদিন, বিমানবন্দরে কেন্দ্রের মোদি সরকারকে ধুয়ে দেন মমতা। তাঁর কথায়, সব বিষয়ে বাংলার সঙ্গে বৈমাতৃকসুলভ আচরণ করে বিজেপি। উত্তরবঙ্গের দুর্যোগের সময় হঠাৎ বিমানভাড়া অত্যাধিক বাড়িয়ে দেওয়া হয়। দিল্লি দিয়ে ঘুরে আসতে প্রায় ৪৫ হাজার টাকা বিমানভাড়া গুণতে হচ্ছে। রাজনৈতিক স্বার্থে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। সব বিষয়ে রাজনীতিকে টেনে আনা নিয়ে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একই তিরে নিশানা করেন নরেন্দ্র মোদি ও অমিত শাহকে। এরা আবার গণতন্ত্রের কথা বলে! কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন- আরিয়ান বনাম ওয়াংখেড়ে যুদ্ধ অব্যাহত! রেড চিলিজ-নেটফ্লিক্সের বিরুদ্ধে জারি সমন
এর পরেই বিস্ফোরক অভিযোগ করেন মমতা। বলেন, তিনি উত্তরবঙ্গে সাংবাদিক বৈঠকে জানিয়ে ছিলেন, খড়্গপুরে বিড়লাগ্রুপের রং কারখানার উদ্বোধন করতে বৃহস্পতিবার যাবেন। তার আধঘণ্টার মধ্যেই বিড়লাদের তরফ থেকে জানানো হয়, কুমার মঙ্গলাম বিড়লার অসুস্থতার কারণে এই উদ্বোধন আপাতত স্থগিত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ, উপর জোর খাটিয়ে কারখানার উদ্বোধন স্থগিত করিয়েছে হাইলোডেড ভাইরাস অর্থাৎ বিজেপি। কুমার মঙ্গলামের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী কথায়, ওঁর কোনও দোষ নেই বিজেপির চাপে পড়ে এটা করতে বাধ্য হয়েছেন।
তীব্র আক্রমণ করে মমতা বলেন, “অনেক সরকার দেখেছি, কিন্তু এরকম ভয়ানক সরকার আমি আগে কখনও দেখিনি। এরা তো দেশটাকে পুরো শেষ করে দেবে। বেশি দম্ভ ভাল নয়। মনে রাখবেন, কোনও কিছুই স্থায়ী নয়।” এদিন কলকাতায় ফিরে ফের কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “বলতে খারাপ লাগছে, ভোটের জন্য টাকা আছে, ত্রাণের জন্য নেই টাকা নেই, এটাই এই সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে। উল্টে দুর্যোগের মধ্যেও কুৎসার রাজনীতি করে চলেছে।”