ঘোষিত হল রসায়নে ২০২৫ সালের নোবেল (2025 Chemistry Nobel) পুরস্কারজয়ীদের নাম। বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সম্মানিত করল। রসায়নে নোবেল পেলেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর ইয়াঘি।
নোবেল কমিটি এই আবিষ্কারকে “আণবিক স্থাপত্য” হিসেবে অভিহিত করেছে। মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক অর্থাৎ ধাতব জৈব কাঠামো নির্মাণ সংক্রান্ত গবেষণায় সাফল্যের স্বীকৃতিতে বিজ্ঞানীদের যৌথভাবে রসায়নে (2025 Chemistry Nobel) নোবেল পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ককার্বন ও ধাতুর সংমিশ্রণে তৈরি এবং রাসায়নিক প্রক্রিয়ায় সহযোগিতা, গ্যাস সংরক্ষণ এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড সরাতে ব্যবহৃত হয়।
আরও পড়ুন- আরিয়ান বনাম ওয়াংখেড়ে যুদ্ধ অব্যাহত! রেড চিলিজ-নেটফ্লিক্সের বিরুদ্ধে জারি সমন
সুসুমু কিতাগাওয়া জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক রিচার্ড রবসন। আমেরিকার বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিসেবে কর্মরত ওমর ইয়াঘি। নোবেলজয়ী তিন বিজ্ঞানী পুরস্কার হিসেবে পাবেন একটি মেডেল, একটি সার্টিফিকেট এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লক্ষ সুইডিশ ক্রোনা অর্থাৎ ১.২ মিলিয়ন ডলার। গত বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছিলেন ডেভিড বেতার, জন জাম্পার ও ব্রিটন ডেমিস হ্যাসাবিস। কম্পিউটিম ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রোটিনের কোড অব স্ট্রাকচার আবিষ্কার করার জন্য তারা এই পুরস্কার পেয়েছিলেন।