‘প্রয়োজনে আমি যাব’

Must read

প্রতিবেদন : তৃণমূলের প্রতিনিধি দলকে আটকালে এবার আমি যাব ত্রিপুরায়। উত্তরবঙ্গ থেকে শহরে ফিরে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নেত্রী বলেন, ত্রিপুরায় আমাদের টিমকে প্রিপেড ট্যাক্সিও দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমি হেঁটে যাওয়ার নির্দেশ দিয়েছি। বিজেপির প্রতি একরাশ ক্ষোভ উগরে তিনি বলেন, আগে নিজের ঘরের দিকে তাকান। এরপর আরও সুর চড়িয়ে তিনি (mamata banerjee) বলেন, ‘সেরকম হলে আমি যাব। দেখি কার কত দম!’ এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ত্রিপুরায় হামলা হয়েছিল। সাংসদ সুস্মিতা দেবের গাড়িতে হামলা হয়। শুধু তাই নয় কুণাল ঘোষ, সায়নী ঘোষ, সুদীপ রাহা, তৃণমূলের একাধিক নেতার উপরে আক্রমণ নেমে এসেছিল ওই রাজ্যে। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকেরাও আক্রান্ত হয়েছেন! বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এমন ঘটনা ঘটেছে। সেই কথাও অভিযোগের আকারে ফের মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করে তিনি বলেন, দেশের মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে। বিজেপি দেশকে শেষ করে দেবে।

আরও পড়ুন- বিড়লাদের উপর জোর খাটিয়ে কারখানার উদ্বোধন স্থগিত করেছে হাইলোডেড ভাইরাস! বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Latest article