মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ চেম্বার অফ কমার্সের

বৈঠকে উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত, সহ-সভাপতি ও সদস্যরা।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : উত্তরবঙ্গের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল শিল্পনগরী দুর্গাপুর। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হল, দুর্গাপুর চেম্বার অফ কমার্স মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অনুদান দেবে।

আরও পড়ুন-‘প্রয়োজনে আমি যাব’

বৈঠকে উপস্থিত ছিলেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন দত্ত, সহ-সভাপতি ও সদস্যরা। কবি দত্ত জানান, উত্তরবঙ্গের বহু মানুষ এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের পাশে দাঁড়িয়েছেন। এই মানবিক উদ্যোগের সঙ্গে আমরা সকলেই একাত্ম। দুর্গাপুর চেম্বার অফ কমার্সের তরফে আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার চেক দিচ্ছি। শিল্পনগরীর ব্যবসায়ীরা সবসময় সমাজের পাশে থেকেছেন। রাজ্য সরকারের এই উদ্যোগে অংশ নিতে পেরে আমরা গর্বিত।

Latest article