নয়াদিল্লি: মোদি জমানায় আক্রান্ত বিচারব্যবস্থা। প্রধান বিচারপতির উপর হামলার চেষ্টা হলেও লজ্জাজনকভাবে নিষ্ক্রিয় কেন্দ্রের বিজেপি সরকার। সনাতন ধর্মের অজুহাত দেখিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণের মুখে পড়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। সোমবার সনাতন ধর্মের নামে প্রধান বিচারপতিকে শীর্ষ আদালতের ভিতর জুতো ছোঁড়ার ঘটনা সলিসিটর জেনারেল তুষার মেহতা ‘সোশ্যাল মিডিয়ার ভুল তথ্যের ফল’ বলে বর্ণনা করলেও সপ্তাহব্যাপী ধরে চলা কট্টর হিন্দুত্ববাদী ও দক্ষিণপন্থীদের অসভ্যতা থামছে না। কট্টর হিন্দুত্ববাদী প্রভাবশালীদের আক্রমণ এখনও চলছে, তারা প্রধান বিচারপতিকে ‘হিন্দুবিরোধী’ আখ্যা দিচ্ছে, জাতিভিত্তিক অবমাননাকর চিত্র পোস্ট করে চলেছে।
এই আক্রমণের সবচেয়ে স্পষ্ট জাতিগত চরিত্র উন্মোচিত হয়েছে একটি এআই-জেনারেটেড ভিডিওতে, যা দক্ষিণপন্থী প্রভাবশালী কিক্কি সিং ‘এক্স’-এ পোস্ট করেছেন। ভিডিওটিতে দেশের প্রধান বিচারপতি গাভাইকে মাথায় মাটির হাঁড়ি নিয়ে দেখানো হয়েছে, যা শতাব্দীপ্রাচীন দলিতদের প্রতি অবমাননার প্রতীক এবং ভিডিওতে তাঁর নীল রং করা মুখে জুতো দিয়ে আঘাত করতে দেখা যায়। চরম অসম্মানজনক এই ভিডিও পোস্ট করা হলেও তা এখনও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়নি। এই ঘটনা বিস্ময়কর। এর আগে প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী বিভিন্ন সংবাদমাধ্যমে হাজির হয়ে নিজের কর্মের জন্য ‘কোনও অনুশোচনা নেই’ বলে সাফাই দেয় এবং বলে যে সে ‘ঈশ্বরের নামে’ কাজ করেছে। হামলাকারীর এই নির্লজ্জ বয়ানকে সমর্থন জানাতে নেমে পড়েছে সোশ্যাল মিডিয়ার উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি। তারা গাভাইয়ের উপর আক্রমণকে ন্যায্য বলে দাবি করছে। হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই #ImpeachCJI হ্যাশট্যাগ ট্রেন্ডিং হওয়ার পাশাপাশি বিচারপতি গাভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচার অব্যাহত। গোটা ঘটনায় কেন্দ্রের নীরবতা বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিপজ্জনক প্রবণতাকে ফের স্পষ্ট করছে।