জন্মদিন নিয়েও রাজনীতি বিজেপির, পাল্টা কুণালের

সায়নী ঘোষ, কুণাল ঘোষ-সহ প্রতিনিধি দলের সদস্যদের মিষ্টিমুখ করা নিয়েও সোশ্যাল মিডিয়ায় রুচিহীন পোস্ট করেছে বিজেপির কিছু আগাছা।

Must read

প্রতিবেদন : বুধবার ছিল বনমন্ত্রী বীরবাহা হাঁসদার জন্মদিন। এমন দিনেও তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য হয়ে তিনি বর্তমানে ত্রিপুরায়। আগরতলায় তৃণমূল কার্যালয়ে বিজেপির গুন্ডাবাহিনীর ভাঙচুরের প্রতিবাদ-লড়াই-কর্মসূচিতে ব্যস্ত। তার মধ্যেই কলকাতা বিমানবন্দরে উড়ানের আগে ছোট্ট কেকের টুকরো দিয়ে অনাড়ম্বর জন্মদিন পালন। কিন্তু তা নিয়েও বিজেপি ফের নোংরা রাজনীতি শুরু করেছে।

আরও পড়ুন-রাশিয়ার চাপে যুদ্ধে গিয়ে ইউক্রেনে এবার পণবন্দি গুজরাতের পড়ুয়া

সায়নী ঘোষ, কুণাল ঘোষ-সহ প্রতিনিধি দলের সদস্যদের মিষ্টিমুখ করা নিয়েও সোশ্যাল মিডিয়ায় রুচিহীন পোস্ট করেছে বিজেপির কিছু আগাছা। কলকাতা থেকে আগরতলা, বিমানবন্দরে ধরনা, টানাপোড়েন, তৃণমূল পার্টি অফিস, ডিজি অফিসে দৌড়ঝাঁপে দিনভর ব্যস্ত থাকার পর মন্ত্রী বীরবাহার সঙ্গে ছবি পোস্ট করে বিজেপিকে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর মন্তব্য, লড়াই-প্রতিবাদ-কর্মসূচিতে আছি বলে তার ফাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো না আমরা? বীরবাহা জন্মদিনেও দলের কাজ করছেন, আন্দোলন প্রতিবাদে থাকছেন। বাড়ি, পাড়া ছেড়ে আগরতলার কর্মীদের পাশে। কাজের ফাঁকে জন্মদিন, কোনও অনুষ্ঠান ছাড়া, আমরা সহকর্মীরা বললেও দোষ!! এই না হলে বিজেপির চতুষ্পদ। তৃণমূল আজ দিনভর ত্রিপুরায় সক্রিয়, বঙ্গ বিজেপির তাতে যে বুক ফাটছে, বোঝা যাচ্ছে।

Latest article