খগেন মুর্মুদের ওপর হামলায় ধৃত আরও ২

ঘটনার পর থেকেই তারা গা-ঢাকা দেয়। ধারাবাহিক তল্লাশি ও গোপন খবরের ভিত্তিতে একে একে চার অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : সোমবার উত্তরবঙ্গের নাগরাকাটার বামনডাঙায় দুই বিজেপি (BJP) নেতা সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল জলপাইগুড়ি জেলা পুলিশ। বুধবার প্রায় রাত ৩টের সময় নাগরাকাটার খয়েরবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় শাহনুর আলম ওরফে মান্নান (৩০) এবং তৌফায়েল হোসেন ওরফে মিলন (৩৬)-কে।

আরও পড়ুন-ভিন রাজ্যে মৃত বাংলার শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক

অভিযোগ, এই দুজন হামলার ঘটনায় যুক্ত ছিল। এই নিয়ে মোট চারজনকে গ্রেফতার করল পুলিশ। এর আগে বুধবার নাগরাকাটার শুল্কাপাড়া থেকে আকরামুল হক ও গোবিন্দ শর্মাকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ৬ অক্টোবর টন্ডু চা-বাগান সংলগ্ন বামনডাঙায় সাংসদ ও বিধায়কের ওপর হামলার ঘটনায় এই চারজন সরাসরি যুক্ত ছিল। ঘটনার পর থেকেই তারা গা-ঢাকা দেয়। ধারাবাহিক তল্লাশি ও গোপন খবরের ভিত্তিতে একে একে চার অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ।

Latest article