এআই পদ্ধতি ব্যবহার করে উত্তরপত্র মূল্যায়ন

Must read

প্রতিবেদন: এবার আধুনিক প্রযুক্তিতে ভর করে দেখা হবে উচ্চ মাধ্যমিকের খাতা (Answer sheet)। এআই পদ্ধতিতে দেখা হবে খাতা, এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এতে অনেক সহজ হবে খাতা দেখার পদ্ধতি। এমনকি ভুলও ধরা পড়বে খুব সহজে। জানা গিয়েছে ওএমআর পূরণ করা থেকে সঠিক প্রশ্ন চিহ্নিতকরণের ক্ষেত্রে মূল্যায়নে সাহায্য করবে কৃত্রিম মেধা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে পরীক্ষা বাতিল হওয়া আশঙ্কা অনেক কমবে। সঠিক উত্তর বেছে নেওয়ার ক্ষেত্রেও অন্য কালির দাগ পড়লেও সমস্যা নেই। কৃত্রিম মেধার মাধ্যমে তা বিশ্লেষণ করে নম্বর দেওয়া হবে। উত্তর (Answer sheet) দেওয়ার ক্ষেত্রেও এই এআই বেশ খানিকটা সাহায্য করবে। উত্তরপত্রে যেই অপশনে কালির চাপ বেশি রয়েছে সেটাই আসল উত্তর বলে ধরা হবে। রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বরের ক্ষেত্রেও খতিয়ে পুরো বিষয়টা দেখবে এআই। রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর যেকোনো একটা ঠিক থাকলেই চলবে। সে ক্ষেত্রে পরীক্ষা বাতিলের কোনও সম্ভাবনা নেই। ছোট ছোট ভুলের জন্য আগে যে পরীক্ষা বাতিল করা হতো সেই সম্ভাবনা একেবারেই থাকবে না এই পদ্ধতি ব্যবহারের পর। এর ফলে এক দিকে যেমন পড়ুয়াদের ভবিষ্যৎ নিশ্চিত হবে তেমন খাতা দেখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে সংসদের।

আরও পড়ুন-রবীন্দ্র সরোবরের হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Latest article