গিলের পরিকল্পনায় রোহিত-বিরাট

২০২৭ বিশ্বকাপ

Must read

নয়াদিল্লি, ৯ অক্টোবর : শুভমন গিলের (Subhman Gill) বিশ্বকাপ পরিকল্পনায় ভালভাবেই রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি! শুক্রবার থেকে দিল্লিতে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। বৃহস্পতিবার সাংবাদিক সম্মলনে এসেছিলেন শুভমন। কিন্তু সিংহভাগ প্রশ্নই ভেসে এল রোহিত ও বিরাটকে নিয়ে। আর প্রধান নির্বাচক অজিত আগারকরের উল্টো সুরে কথা বললেন শুভমন।

অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের পর আগারকর জানিয়েছিলেন, ২০২৭ একদিনের বিশ্বকাপে রোহিত ও বিরাটের খেলা নিশ্চিত নয়। শুভমন যদিও বলে দিলেন, রোহিত ভাই ও বিরাট ভাইয়ের যে অভিজ্ঞতা এবং দক্ষতা রয়েছে, তা খুব কম ক্রিকেটারেরই আছে। খুব কম ক্রিকেটারই ওদের মতো দলকে এত ম্যাচ জেতাতে পেরেছে। এমন দক্ষতা, মান এবং অভিজ্ঞতা বিশ্বের খুব কম ক্রিকেটারের রয়েছে। একদিনের দলে ওদের এখনও প্রয়োজন। তাই বিশ্বকাপ পরিকল্পনায় ওরা ভাল ভাবেই রয়েছে।

আরও পড়ুন-সামনে SIR-আড়ালে NRC! বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রোহিতকে সরিয়ে তাঁকে একদিনের অধিনায়ক করা হয়েছে। যা নিয়ে কম জলঘোলা হয়নি। যদিও এদিন শুভমন স্পষ্ট জানিয়েছেন, রোহিতের ক্রিকেটীয় দর্শন মাথায় রেখেই তিনি সাদা বলে নেতৃত্ব দেবেন। শুভমনের (Subhman Gill) বক্তব্য, রোহিত ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। এর মধ্যে একটা হল ওর ঠান্ডা মাথা। রোহিত ভাই যেভাবে গোটা দলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করেছিল, সেটা আমিও বজায় রাখতে চাই। এই গুণগুলো ওর কাছ থেকে নিতে চাই। শুভমনের সংযোজন, আমি ভবিষ্যতের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি। তবে সেটা বর্তমানকে উপেক্ষা করে নয়। অতীতে আমি কী করেছি, বা দল কী সাফল্য পেয়েছে, সেসব মাথায় রাখছি না। আমি সামনের দিকে তাকাচ্ছি। আমি তিন ফরম্যাটেই চুটিয়ে খেলতে চাই।

Latest article