নয়াদিল্লি, ৯ অক্টোবর : চোট সারিয়ে পুরোপুরি ফিট। সুযোগ পেয়েছেন বাংলার রঞ্জি দলেও। কিন্তু জাতীয় দলে ব্রাত্যই থেকে গিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। অস্ট্রেলিয়া সফরে তাঁর বাদ পড়া নিয়ে ক্রিকেট মহলে জোর চর্চা শুরু হয়েছে। অবশেষে এই নিয়ে মুখ খুলেছেন শামি।
তিনি (Mohammed Shami) বলেছেন, অস্ট্রেলিয়া সফরে আমার বাদ পড়া নিয়ে অনেক কথা হচ্ছে। আমি এটাই বলব, নির্বাচিত হওয়া তো আমার হাতে নেই। তার জন্য নির্বাচক কমিটি রয়েছে। কোচ এবং অধিনায়ক রয়েছে। ওরা যদি মনে করে, দলে আমাকে দরকার, তাহলে নিশ্চয়ই ডাকবে। যদি মনে করে, আরও বেশি সময় নেবে, সেটাও ওদের হাতে। আমার ফিটনেস খুব ভাল জায়গায় রয়েছে। আরও উন্নতি করার চেষ্টা করছি। দলীপ ট্রফিতে ভালই খেলেছি। ফিটনেস নিয়ে এখন আর কোনও সমস্যা নেই। শুভমনের ওয়ান ডে নেতৃত্ব নিয়ে শামির বক্তব্য, এই বিতর্ক নিয়ে প্রচুর মিম তৈরি হচ্ছে। তবে এ নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। বোর্ড, নির্বাচক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে। শুভমন তো ইংল্যান্ডে গিয়ে দেশকে নেতৃত্ব দিয়েছে। গুজরাট টাইটান্সেরও অধিনায়ক। তাই ওর অভিজ্ঞতা যথেষ্ট। কাউকে না কাউকে তো দায়িত্ব দিতেই হয়।
আরও পড়ুন-গিলের পরিকল্পনায় রোহিত-বিরাট