আনন্দের বিরুদ্ধে এগিয়ে কাসপারভ

Must read

সেন্ট লুইস, ৯ অক্টোবর : সেন্ট লুইস চেস ক্লাবে আয়োজিত দ্য লেজেন্ডস টুর্নামেন্টের প্রথম দিনে বিশ্বনাথন আনন্দকে (Viswanathan Anand) টেক্কা দিলেন গ্যারি কাসপারভ। দীর্ঘ ৩০ বছর পর ফের মগজাস্ত্রের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই কিংবদন্তি দাবাড়ু। ফলে আনন্দ ও কাসপারভের দ্বৈরথ নিয়ে বাড়তি উত্তেজনা ছিল। প্রথম দিনের লড়াইয়ের শেষে ২.৫-১.৫ পয়েন্টে এগিয়ে রইলেন কাসপারভ।
র‍্যাপিড রাউন্ডের প্রথম ম্যাচে আনন্দ (Viswanathan Anand) দাপট দেখালেও, শেষ পর্যন্ত তা ড্র হয়। র‍্যাপিডের দ্বিতীয় ম্যাচেও কোনও নিষ্পত্তি হয়নি। এরপর শুরু হয় ব্লিৎজ রাউন্ড। সেখানে প্রথম গেমে কালো ঘুঁটি নিয়ে খেলা কাসপারভ জয় তুলে নেন। দ্বিতীয় ব্লিৎজ গেম শেষ হয় অমীমাংসিতভাবে।
প্রসঙ্গত, মোট তিনদিন ধরে চলবে এই টুর্নামেন্ট। প্রতিদিন চারটি করে খেলা হবে। দু’টি র‍্যাপিড এবং দু’টি ব্লিৎজ। প্রথম দিনে প্রতিটি জয়ের জন্য এক পয়েন্ট করে পাওয়া যাবে। দ্বিতীয় দিনে তা বেড়ে হয়ে দুই এবং তৃতীয় তথা অন্তিম দিনে প্রতিটি জয়ের জন্য তিন পয়েন্ট করে পাওয়া যাবে। ১২ ম্যাচের এই টুর্নামেন্টে বিজয়ী পাবেন ৭০ হাজার ডলার। রানার্স আপ পাবেন ৫০ হাজার ডলার। যদি ড্র হয়, তাহলে উভয়েই ৬০ হাজার ডলার করে পাবেন।

আরও পড়ুন-নির্বাচিত হওয়া তো আমার হাতে নেই, অস্ট্রেলিয়া সফরে বাদ পড়া নিয়ে শামি

Latest article