মুম্বই: শিক্ষা ও গবেষণার পথ প্রশস্ত করতে এবং জ্ঞানচর্চার ক্ষেত্রে আদানপ্রদান বাড়াতে ভারতে ক্যাম্পাস খুলবে ব্রিটেনের ৯টি বিশ্ববিদ্যালয় (UK universities)। প্রথম ভারত সফরে এসে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পর এই ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। লেবার পার্টির নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে দীর্ঘ সম্পর্ককে ইতিবাচকভাবে রক্ষা করতে আগ্রহী তাঁর সরকার। শিল্প-বাণিজ্য এবং শিক্ষা উভয় ক্ষেত্রকেই অগ্রাধিকারের তালিকায় রাখা হচ্ছে।
বুধবার সকালে স্টার্মার মুম্বইয়ে আসেন। বৃহস্পতিবার মুম্বইয়ে সাক্ষাৎ করেন দু’দেশের প্রধানমন্ত্রী। এদিনের দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্যচুক্তি ছাড়াও দু’দেশের অর্থনীতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রের উন্নতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর এক যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারত এবং ব্রিটেন দীর্ঘদিনের বন্ধু। গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসন রক্ষায় দুই দেশই সমানভাবে উদ্যোগী। সমমনস্ক দুই দেশ একে অপরের উন্নতি এবং বিভিন্ন ক্ষেত্রে অগ্রগ্রতির জন্য দায়বদ্ধ। বৈঠকে আমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়েও শোকপ্রকাশ করেছেন স্টার্মার। পাশাপাশি, যৌথ বিবৃতিতে গাজা শান্তিচুক্তির প্রশংসা করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-হরিয়ানার পুলিশকর্তার আত্মহত্যা বিজেপি রাজ্যে বেআব্রু প্রশাসন