প্রতিবেদন : নৈহাটির বড়মার মন্দিরে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ সবকিছু ঠিকঠাক থাকলে কালীপুজোর পরদিন মন্দিরে যাবেন এবং পুজো দেবেন তিনি৷ পাশাপাশি মন্দির কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রীর জন্য বালেশ্বরী পাথরের কালীমূর্তি তুলে দিতে চান অভিষেকের হাতে৷ এবারের দুর্গাপুজোয় বিভিন্ন মণ্ডপে গিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)৷ পরিযায়ী শ্রমিক-সহ সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন কথাও হয়েছে৷ এবার যাচ্ছেন কালীমন্দিরে৷ ২০ অক্টোবর কালীপুজো৷ সবকিছু ঠিক থাকলে ২১ তারিখ যাবেন নৈহাটিতে৷ কালীপুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন, অভিষেক আসছেন৷ আমরা প্রস্তুত৷ আমাদের ইচ্ছে বড়মায়ের কষ্টিপাথরের মূর্তি তাঁর হাতে তুলে দেওয়া৷ মূর্তিটির কাজ শেষ হয়েছে, শুদ্ধিকরণও হয়েছে৷ ২০২৩-এ বড়মার মন্দিরটি নতুন করে তৈরি করার পর উদ্বোধন করেন অভিষেক৷ ২০২৪-এ বড়মার মন্দিরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ এবার তাঁর জন্য কালো পাথরের একটি ছোট মূর্তি মন্দির কর্তৃপক্ষ তৈরি করেছে৷ উচ্চতা সাড়ে ৫ ইঞ্চি, চওড়া ৫ ইঞ্চি৷ এই মূর্তিটি মুখ্যমন্ত্রীকে দিতে অভিষেকের হাতে তুলে দেওয়া হবে৷ সব মিলিয়ে নৈহাটির মন্দিরে চলছে প্রস্তুতি৷ মন্দির ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে৷