প্রতিবেদন : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলা-বিরোধী অসুরনিধন হবেই। বক্তা মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টালিগঞ্জে একটি বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।
আরও পড়ুন-দিনের কবিতা
ভিড়ে ঠাসা এই বিজয়ার কর্মসূচিতে এদিন বিজেপির বিরুদ্ধে একটার পর একটা তোপ দেগেছেন মন্ত্রী। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা থেকে বিজেপির বাঙালিবিদ্বেষ, এসআইআর-সহ প্রতিটি ইস্যু ধরে বিজেপিকে তুলোধোনা করেন অরূপ। তাঁর বক্তব্যে স্পষ্ট, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাবিরোধী বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ২০২৬-এই বাংলাবিরোধীদের এক ইঞ্চি জমিও ছাড়বে না তৃণমূল কংগ্রেস। সবকিছু পিছনে সরিয়ে রেখে তৃণমূলের পাখির চোখ এখন একটাই, বাংলা-বিরোধী অসুরনিধন। এদিন অরূপ বিশ্বাস ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর অরূপ চক্রবর্তী-সহ স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা।