প্রতিবেদন : বিরোধীদের সব কুৎসা উড়িয়ে স্বপ্নপূরণের দোরগোড়ায় গঙ্গাসাগরবাসী৷ কয়েক বছরের মধ্যেই মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে চলেছে সাগরদ্বীপ। সেতু নির্মাণের বরাত পেল বিশ্বের অন্যতম নামকরা সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি)৷ ফলে সেতু নির্মাণের কাজ নিয়ে সাগরদ্বীপের বাসিন্দাদের মনে আশার আলো সঞ্চার হয়েছে। সেতু নিয়ে বিরোধীদের যাবতীয় অপপ্রচার উড়িয়ে দিয়ে মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, কেন্দ্রে বিজেপি সরকার থাকলেও বাংলা থেকে এই দলের কোনও সাংসদ গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতির জন্য একটিও কথা বলে না৷ শুধু কুৎসা, অপপ্রচার করতে পারে৷ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলতে থাকবে৷
আরও পড়ুন-দুর্গত মানুষগুলোর জন্য কেন্দ্রীয় কোঁদল আছে, সাহায্য কই?
মকর সংক্রান্তিতে সাগরদ্বীপে মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়৷ দীর্ঘ জলপথ অতিক্রম করে পৌঁছতে হয় গঙ্গাসাগরে৷ এই যাত্রাপথ সুগম করতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মুড়িগঙ্গা নদীতে গড়ে তোলা হবে সেতু৷ চার লেনের এই সেতুর খরচ ধরা হয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা৷ বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। রাজ্যের তরফে কেনা হয়েছে জমি৷ মুড়িগঙ্গা নদীতে সম্পন্ন হয়েছে মাটি পরীক্ষা নিরীক্ষা করার কাজ। এবার পালা সেতু নির্মাণের কাজ৷ এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু তীর্থযাত্রীরাই নন, উপকূলবর্তী এই অঞ্চলের সাধারণ মানুষও উপকৃত হবেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে বাড়বে পর্যটন ও ব্যবসায়িক সম্ভাবনাও।