সংবাদদাতা, বনগাঁ : বঙ্গ বিজেপি কর্মীদের গন্ডগোল যেন পিছু ছাড়ছে না। একপক্ষ আর এক পক্ষকে প্রকাশ্যে মারধর করছে। এই হাতাহাতি রাস্তায় নেমে এসেছে। তাই বিজেপির একাংশ দাবি তুলেছে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। এজন্য বনগাঁয় পথ অবরোধও করে একশ্রেণির কর্মী। তাদের সাফ কথা, বনগাঁ দক্ষিণের বিধায়ক এই ঘটনার নেপথ্যে ইন্ধন জোগাচ্ছে। স্বভাবতই প্রমাণিত যে, আগামী দিনে বিজেপির পাতাল প্রবেশ শুধু সময়ের অপেক্ষা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তব হল, নােনাজলে ধানের ফলন
প্রসঙ্গত, কর্মিসভায় বিজেপি বিধায়কের উপস্থিতিতে দলের পঞ্চায়েত সমিতির এক সদস্য ও পঞ্চায়েতের বিরোধী নেত্রীকে মারধরের অভিযোগে রবিবার রাতে গাইঘাটার চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদক সহ ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছিল বনগাঁ থানার পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ বনগাঁ থানার কালোপুর বাজারে অবরোধ করেন বিজেপির একাংশের কর্মী-সমর্থকরা। পোস্টার হাতে ৩৫ নম্বর জাতীয় সড়কের উপর প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকেন তাঁরা৷ পাশাপাশি দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধিক্কার জানাতে থাকেন তাঁরা।
তাঁদের দাবি, এলাকার পুরনো কর্মীদের কোনও কাজেই ডাকছেন না বিধায়ক। বিধায়কের উপস্থিতিতে আমাদের মহিলা সদস্যকে মারধর করা হয়েছে তাই বিধায়ককে ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি আরও যারা এই মারধরের ঘটনায় যুক্ত রয়েছে তাদের গ্রেফতার করার দাবিতে এই অবরোধ।