আনন্দকে হারিয়ে ট্রফি কাসপারভের

সেন্ট লুইস চেস ক্লাবে আয়োজিত তিন দিনের প্রদর্শনী দাবা দ্য লেজেন্ডস টুর্নামেন্টে বিশ্বনাথন আনন্দকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন গ্যারি কাসপারভ।

Must read

সেন্ট লুইস, ১১ অক্টোবর : সেন্ট লুইস চেস ক্লাবে আয়োজিত তিন দিনের প্রদর্শনী দাবা দ্য লেজেন্ডস টুর্নামেন্টে বিশ্বনাথন আনন্দকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন গ্যারি কাসপারভ। শনিবার দুই গেম হাতে রেখেই ১৩-১১ পয়েন্টে ম্যাচ জিতে নেন কাসপারভ। ফলে ১২ গেমের লড়াইয়ের নিষ্পত্তি হয়েছে ১০ গেমেই। প্রথম দিনের লড়াইয়ের শেষে ২.৫-১.৫ পয়েন্টে এগিয়ে ছিলেন কাসপারভ।

আরও পড়ুন-বিশ্বকাপে রোহিত নিশ্চিত : কাইফ

দ্বিতীয় দিন প্রথম রাউন্ডে আনন্দ এগিয়ে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আনন্দের ভুলে জিতে যান কাসপারভ। ফলে মোট পাঁচ পয়েন্টে এগিয়ে যান রুশ কিংবদন্তি দাবাড়ু। শেষ দিনে জেতার জন্য দরকার ছিল মাত্র তিন পয়েন্টের। সেটা দু’গেম হাতে রেখেই আদায় করে নেন কাসপারভ। দীর্ঘ ৩০ বছর পর ফের মগজাস্ত্রের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন দুই কিংবদন্তি দাবাড়ু। ফলে আনন্দ ও কাসপারভের দ্বৈরথ নিয়ে বাড়তি উত্তেজনা ছিল। চ্যাম্পিয়ন হয়ে কাসপারভ বলেছেন, ১৯৯৫ সালে আমি ও আনন্দ যখন শেষবার একে অন্যের বিরুদ্ধে খেলেছিলাম, তখন পরিস্থিতি অন্যরকম ছিল। দাবার নিয়মেও অনেক বদল এসেছে। তার পরেও ওর সঙ্গে খেলার অনুভূতি অসাধারণ।

Latest article