সোমবার ১৩ অক্টোবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজয়া সম্মেলনী করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সমস্ত নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে এই বিজয়া সম্মেলনীতে। মনে করা হচ্ছে, দলের সমস্ত নেতৃত্বদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবীন, প্রবীন নেতৃত্ব এবং এক সময়ের দলের সক্রিয় কর্মী ছিলেন তাদেরকেও এই মঞ্চে সম্মান জানানো হবে। নির্বাচনের আগে এই উদ্যোগকে তৃণমূলের তরফে অ্যাসিড টেস্ট বলেই মনে করা হচ্ছে। রাজ্য সরকারের সমস্ত প্রকল্প, উন্নয়ন এই বিজয়া সম্মেলনীর মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।
আরও পড়ুন-বিপর্যস্ত এলাকায় মেয়াদ বাড়ল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর: ঘোষণা মুখ্যমন্ত্রীর
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বিজয়া সম্মিলনীর আয়োজন চলছে। এই বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে এলাকার মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ করছে দলের উচ্চ নেতৃত্ব। রবিবার রাজ্যের মোট ১৩৫ টি ব্লকে বিজয়া সম্মেলনী করছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে দূর্যোগের ফলে বিজয়া সম্মেলনী কয়েকটি জায়গায় করা হয়নি বা দেরি হয়েছিল। চলতি বছর সব বিজয়া সম্মিলনী থেকেই বাংলার বকেয়া, ১০০ দিনের কর্মীদের বকেয়া, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অপমান, হেনস্থা সেই সব বিষয় উঠে আসছে।