নয়াদিল্লি: আবার বিতর্কিত মন্তব্য চিদম্বরমের (p chidambaram)। খালিস্তানি জঙ্গিদের দমন করতে ১৯৮৪ সালে যে অপারেশন ব্লু স্টার অভিযান হয়েছিল তা ছিল সম্পূর্ণ ভুল। কিন্তু সেই ভুলের জন্য শুধুমাত্র প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দায়ী ছিলেন না। দাবি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ পি চিদম্বরমের। সেই ভুলের জন্য সেনা থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ সকলকেই দায়ী করলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। আর তাঁর এই দাবির পরেই প্রতিবাদের সুর শিখ সমাজে। ইন্দিরা গান্ধীকে ক্লিনচিট দেওয়ার সমালোচনায় শিরোমণি প্রবন্ধক গুরদ্বারা কমিটি। সমালোচনা কংগ্রেস মহলেও। ১৯৮৪ সালে স্বর্ণমন্দির অবরুদ্ধ করে রাখা খালিস্তানপন্থীদের উপর সেনাবাহিনীর বলপ্রয়োগের সিদ্ধান্তকে ভুল বলে দাবি করেছেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম (p chidambaram)। তাঁর দাবি, ব্লু স্টার ভুল পথ ছিল এবং আমি এই বিষয়ে সহমত পোষণ করি যে সেই ভুলের জন্য প্রাণ দিতে হয়েছিল ইন্দিরা গান্ধীকে। চিদম্বরমের এই বক্তব্যের বিরোধিতা করেছেন একাধিক কংগ্রেস নেতা। তাঁদের দাবি, এভাবে তিনি নিজের দলকেই লজ্জায় ফেলছেন। তাঁদের দাবি, দলের থেকে সবরকম সুবিধা নেওয়ার পরে দলের শীর্ষ পদের নেতারা এই ধরনের মন্তব্য নিজেদের স্বার্থেই করছেন। তাতে দলের বদনাম হচ্ছে। একটি সাক্ষাৎকারে অপারেশন ব্লু স্টার নিয়ে বলতে গিয়ে চিদম্বরম দাবি করেন, সেনাবাহিনীর প্রতি কোনও অসম্মান না করেই বলছি, স্বর্ণমন্দির পুনরুদ্ধারে ব্লু স্টার ভুল পথ ছিল। কয়েক বছর পরে আমরা সঠিক পথ নিতে পেরেছিলাম সেনা সরিয়ে নিয়ে। সেই সঙ্গে চিদম্বরম যোগ করেন, এটি একটি যৌথ সিদ্ধান্ত ছিল যা সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা বিভাগ ও সিভিল সার্ভিস কর্মীরা একযোগে নিয়েছিল। এক্ষেত্রে একা ইন্দিরা গান্ধীকে দোষ দেওয়া যায় না।
আরও পড়ুন-উত্তর পুনর্গঠনে মুখ্যমন্ত্রী: রিভিউ মিটিং, ৮ জনকে পুরস্কার, চা-শ্রমিকদের ত্রাণ