রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু

Must read

প্রতিবেদন : বাংলায় (West Bengal_Monsoon) শুষ্ক আবহাওয়ার শুরু। প্রস্তুতি বর্ষাবিদায়ের। মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু এলাকায়। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’-তিন দিনে ফের সক্রিয় হবে বর্ষাবিদায় (West Bengal_Monsoon) রেখা। দক্ষিণে ভারী বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। তবে সেই সম্ভাবনা সামান্য। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার কিংবা বুধবারে বর্ষাবিদায় পর্ব সম্পূর্ণ শুরুর সম্ভাবনা বাংলা থেকে। উত্তরেও আবহাওয়ার উন্নতি। মূলত রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে দু’-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-অপারেশন ব্লু-স্টারের ভুল শুধুমাত্র ইন্দিরা গান্ধীর নয়: বিস্ফোরক চিদম্বরম

Latest article