RSS-এর অফিসে ছোট থেকে যৌন নিগ্রহের শিকার তরুণ অবশেষে আত্মঘাতী

আত্মহত্যার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন আনন্দু। সেই পোস্টে আরএসএসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

Must read

আরএসএস (RSS) এর এক শাখা অফিসের ভিতরেই ছোট থেকে চলেছে লাগাতার ধর্ষণ! ছোট থেকেই একাধিক সঙ্ঘকর্মী তাঁকে যৌন নিগ্রহ করেছিল বলে অভিযোগ। সেই ট্রমা থেকে কোনদিনই বেরোতে পারেন নি তিনি। কেরালার তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি ক্রমশ অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে মাত্র ২৬ বছর বয়সে জীবন যুদ্ধে হেরে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কোট্টায়ামের থামাপালাক্কড়ের এই বাসিন্দা। আত্মহত্যার আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন আনন্দু। সেই পোস্টে আরএসএসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন-”অনেকদিন ধরে ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরির কথা বলে আসছি” তোপ মুখ্যমন্ত্রীর

৯ অক্টোবর এই তরুণের দেহ তিরুবনন্তপুরমের একটি লজ থেকে উদ্ধার হয়। মৃত্যুর পরে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শিডিউল করা অবস্থায় পাওয়া যায়। সেখানে আনন্দু বলছেন, ‘কোনও প্রেমিকা নন, আর্থিক সমস্যা নয়, পারিবারিক অশান্তি নয়, আমার মৃত্যুর জন্য দায়ী মানসিক অসুস্থতা।’ তথ্যপ্রযুক্তি কর্মী জানিয়েছেন ছোটবেলায় তাঁর বাবা তাঁকে আরএসএস শাখায় ভর্তি করেছিলেন। ৩-৪ বছর বয়সেই শাখায় যৌন নির্যাতনের শিকার হন তিনি। এক ব্যক্তি বার বার ‘ধর্ষণ’ করে তাঁকে। অন্য স্বয়ংসেবকরাও তাকে যৌন নির্যাতন করত। তিনি একা নন, অন্য শিশুদেরও একইভাবে যৌন নির্যাতন করা হত। সেই যৌন নিগ্রহের ফলে মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েন। নিয়মিত ওষুধ খেতেন তিনি। তারপরও সেই ট্রমা থেকে বেরোতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নিতে বাধ্য হয়েছেন তিনি। মা–বাবাদের সতর্ক করে তিনি জানান কোনও শিশু সন্তানকে যেন তারা সঙ্ঘের কোনও শাখায় ভর্তি না করে।

Latest article