১১ দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রে ফের শুরু হচ্ছে ইলিশ (Hilsa) ধরা। কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা, রায়দিঘি, সাগর ও পাথরপ্রতিমা থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে পাড়ি দিল বহু ট্রলার। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সময়কে সুরক্ষিত রাখার খাতিরেই গত ২ অক্টোবর থেকে মৎস্য দপ্তর সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রাখে। রবিবার মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা উঠে যেতেই মৎস্যজীবীরা অভিযান শুরু করেন।
আরও পড়ুন- নয় দিনের সবেতন ছুটি কাটিয়ে দিওয়ালিতে ২ কেজি ওজন বাড়িয়ে অফিস ফেরার আদেশ সিইওর
গত কয়েকদিন বাজারে সামুদ্রিক মাছ অনেকটাই কম দেখা দিয়েছিল। প্রতি বছর মৎস্য দফতর প্রজননকালীন সময়ে অর্থাৎ ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর ৬১ দিনের নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু গত কয়েক বছরে ইলিশের যোগান অনেকটাই কম থাকায় মৎস্যজীবী সংগঠনগুলি অতিরিক্ত সুরক্ষা-বিধি নিয়ে বেশ কিছু দাবি তোলে। তারপরেই ১১ দিনের এই বিশেষ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা এবং বোট বাজেয়াপ্ত করার নির্দেশ ছিল। চলতি বছর মরশুমের শুরুতে ইলিশের সাইজ ও পরিমাণ ভাল হলেও পরের দিকে যোগান অনেকটাই কম ছিল। ট্রলার মালিক ও মাঝিরা অনেকেই ফাঁকা হাতে নিরাশ হয়ে ফিরেছেন। তবে আপাতত নতুন আশায় বুক বেঁধে সমুদ্রমুখী হচ্ছে ট্রলার।