আগেই চালু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বার নিয়ে এলেন ‘স্বাস্থ্য ইঙ্গিত’৷
সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্পের সূচনা করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই প্রকল্পের মাধ্যমে ফোন এবং অনলাইন মাধ্যমে ঘরে বসেই মানুষ চিকিত্সকদের পরামর্শ নিতে পারবেন, প্রেসক্রিপশনও পাবেন বলে জানিয়েছেন মুখ্যসচিব৷
আরও পড়ুন-খেলা হবে স্লোগানকে চিরস্থায়ী করার জন্য বিভিন্ন কর্মসূচি নিতে হবে, বললেন মমতা
সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের প্রতিটি প্রান্তিক মানুষকে সুলভ, সহজলভ্য, স্থায়ী ও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে অটল রাজ্য সরকার। সেই লক্ষ্যেই এবার শুরু হতে চলেছে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ নামে বিনামূল্যের এক প্রকল্প।
আরও পড়ুন-‘জাগো বাংলা’ ইস্যুতে অজন্তার পাশে CPI (ML)
এই উদ্যোগের মাধ্যমে এবার রাজ্যের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে পর্যায়ক্রমে চালু হতে চলেছে টেলি মেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্য ইঙ্গিত’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যকেন্দ্রগুলিকে খুব শীঘ্রই ই-ক্লিনিকে পরিণত করা হবে। এর ফলে গ্রামবাসীদের কাছে উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য হবে। সেই সঙ্গে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শও টেলিমেডিসিনের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত পৌছে দেওয়া সম্ভব হবে৷ অতিমারি আবহে এই সময় রোগীর দ্রুত রোগ নির্ণয়, নিভৃতবাস, নজরদারির মতো জরুরি কাজগুলিও সহজে হবে বলেই মনে করা হচ্ছে। এই প্রকল্পে সাধারণ মানুষের চিকিৎসা সংক্রান্ত খরচও অনেকটাই কমবে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যের ২৩১৩টি স্বাস্থ্যকেন্দ্রে এখনই এই পরিষেবা পাওয়া যাবে। আগামীদিনে এই পরিষেবা বাকি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও চালু করা হবে।