প্রতিবেদন : পর্যটন পরিকাঠামো আরও উন্নত করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। সেচ ও জলপথ দফতরের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ১১টি পরিদর্শন বাংলো (Sech bungalow) এবার ভাড়া নিতে পারবেন সাধারণ মানুষ। আগে শুধুমাত্র দফতরের আধিকারিকদের ব্যবহারের জন্য সংরক্ষিত এই বাংলোগুলিই এখন থেকে পর্যটকেরা নির্দিষ্ট নিয়ম মেনে বুক করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরকারিভাবে জানানো হয়েছে, ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে বুকিং নেওয়া হবে। দফতরের কেন্দ্রীয় কার্যালয় ‘জলসম্পদ ভবন’ থেকে বুকিং করা যাবে।
এক উচ্চপদস্থ সেচ আধিকারিক জানিয়েছেন, ‘রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা এই পরিদর্শন বাংলোগুলি (Sech bungalow) শুধু প্রশাসনিক পরিদর্শনের জন্য নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশে কাটানোর জন্যও আদর্শ। তাই পর্যটনকে উৎসাহ দিতে এগুলি এখন সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে।’
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই ছড়িয়ে রয়েছে এই বাংলোগুলি। যেমন— উত্তরবঙ্গের জলপাইগুড়ির গজলডোবা, শিলিগুড়ির তিস্তা প্রকল্প ভবন, শান্তিনিকেতনের খোয়াই, মুকুটমণিপুরের কংসাবতী ভবন, বা দক্ষিণবঙ্গের ডায়মন্ডহারবার ও সাগর— প্রতিটি জায়গাই পর্যটনের মানচিত্রে অত্যন্ত জনপ্রিয়।
এই উদ্যোগে পর্যটনপ্রেমীদের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে বলে প্রশাসনের আশা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখন সরকারি বাংলোতেই মিলবে আরামদায়ক থাকার সুব্যবস্থা— সেই পথই খুলে দিল রাজ্য সরকার।
আরও পড়ুন-২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী পদে ফিরছেন : কাকলি