নয়াদিল্লি: ট্রাম্প সরকারের নীতির বিরুদ্ধে নীরব প্রতিবাদ নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) এবং তাঁর নোবেলজয়ী স্ত্রী এস্থার দুফলোর? আমেরিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে সুইৎজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জুরিখে যোগ দিচ্ছেন তাঁরা। মার্কিন মুলুক ছাড়ার কারণ নিয়ে অবশ্য মুখ খোলেননি এই নোবেলজয়ী দম্পতি (Abhijit Vinayak Banerjee)। তবে অনুমান করা হচ্ছে, আমেরিকায় শিক্ষা এবং গবেষণাখাতে বরাদ্দ কাটছাঁট করার যে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, তাতে রীতিমতো অসন্তুষ্ট সেদেশের বহু শিক্ষাবিদ এবং গবেষক। তাঁদের অনেকেই ভাবছেন সেদেশ ছাড়ার কথা। অভিজিৎ-এস্থারের আমেরিকা ছাড়ার সিদ্ধান্তের নেপথ্যে সম্ভবত ট্রাম্পের এই নীতিই। এখন আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কর্মরত নোবেলজয়ী দম্পতি। সামনের বছর জুনে তাঁরা যোগ দেবেন ইউনিভার্সিটি অফ জুরিখের অর্থনীতি বিভাগে। জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই।
আরও পড়ুন-মোদি জমানায় একবছরেই আত্মহত্যা ১০ হাজারেরও বেশি কৃষিজীবীর