যোগীরাজ্যে হকারদের তালিবানি শাস্তি!

যাঁরা উত্তরপ্রদেশ মডেল বলেন, তাঁরা এবার কী বলবেন? যোগীরাজ্য। তাও আবার অযোধ্যা। সেখানকার নিরীহ হকারদের তালিবানি কায়দায় শাস্তি দিল প্রশাসন

Must read

প্রতিবেদন : যাঁরা উত্তরপ্রদেশ মডেল বলেন, তাঁরা এবার কী বলবেন? যোগীরাজ্য। তাও আবার অযোধ্যা। সেখানকার নিরীহ হকারদের তালিবানি কায়দায় শাস্তি দিল প্রশাসন। তোলপাড় গোটা দেশ। কী ঘটেছে? অযোধ্যায় কিছু হকার নাকি রাস্তা দখল করে ব্যবসা করছেন।

আরও পড়ুন-আজ মিরিকে দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী

শুরু হয় হকার উচ্ছেদ অভিযান। কিছু হকারকে আটক করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। আবার কিছু হকারকে শাস্তি দিতে তালিবানি কায়দা অবলম্বন করে যোগী প্রশাসন। প্রথমে ওঠবস করানো হয়। এরপর দেওয়ালের সঙ্গে দু’হাত মাটিতে দিয়ে মাথা নিচের দিকে করে পা তুলে দাঁড়াতে বাধ্য করা হয়। দুপুর রোদে চলে এই নিপীড়ন। এখানেই শেষ নয়, শ্রান্ত হকারদের জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। এর সঙ্গে চলেছে পুলিশের লাঠি। পাশবিক ঘটনার ন্যক্কারজনক ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল সমালোচনা। এ কোন ধরনের শাস্তি? কোন ধরনের পাশবিকতা? ধনীদের জন্য এক আইন আর গরিবদের জন্য তালিবানি শাস্তি!

Latest article