বাঁচার লড়াইয়ে আজ খালিদের অস্ত্র আক্রমণ

সিঙ্গাপুরে গিয়ে রহিম আলির শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে ফিরেছে ভারত। মঙ্গলবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফিরতি লড়াই সুনীল ছেত্রীদের

Must read

প্রতিবেদন : সিঙ্গাপুরে গিয়ে রহিম আলির শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে ফিরেছে ভারত। মঙ্গলবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ফিরতি লড়াই সুনীল ছেত্রীদের। সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ। এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে সিঙ্গাপুরকে ঘরের মাঠে হারাতেই হবে ভারতকে। মরণ-বাঁচন ম্যাচে কোচ খালিদ জামিলের অস্ত্র আগ্রাসন। ঘরের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেই ম্যাচ জিততে চাইছেন সুনীল, ছাংতেদের হেডস্যার। গ্রুপের অন্য একটি ম্যাচে একই দিনে হংকংয়ের মাঠে খেলবে বাংলাদেশ। হংকং জিতলে এবং সুনীলরা পুরো পয়েন্ট না পেলে টানা তৃতীয়বার এশিয়ান কাপে খেলার আশা শেষ হয়ে যাবে ভারতের।

আরও পড়ুন-২০২৫-এ বিজ্ঞানের নোবেলজয়ীরা

যোগ্যতা অর্জন পর্বের ‘সি’ গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হংকং। সিঙ্গাপুর সংসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ২ পয়েন্ট নিয়ে ভারত তৃতীয় স্থানে। সমান পয়েন্টে বাংলাদেশ চতুর্থ স্থানে। মঙ্গলবার জিতলে ৫ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুরকে ছুঁয়ে ফেলে আশা বাঁচিয়ে রাখবে ভারত। হারলেই বিদায় কার্যত নিশ্চিত।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে খালিদ বললেন, আমি ছেলেদের বলেছি, প্রচণ্ড গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি ছেলেদের বলেছি, আমাদের ইতিবাচক থাকতে হবে এবং শুরু থেকে আক্রমণ শানাতে হবে। আমরা শেষ ম্যাচে দশজনে যে ফুটবল খেলেছি, সেই স্পিরিট ধরে রাখতে হবে। কিন্তু এবার আমাদের একজন খেলোয়াড় বেশি থাকবে এবং আমরা ঘরের মাঠে খেলব। তাই আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। আত্মবিশ্বাসী হয়েই একটা দল হিসেবে আমরা খেলব।
আগের ম্যাচে লাল কার্ড দেখায় সন্দেশ ঝিঙ্গানকে পাবে না দল। আনোয়ারের সঙ্গী হবেন রাহুল ভেকে। শুভাশিস বোস, আপুইয়া ফিরছেন দলে। ম্যাচে সুনীলের উপরও ভরসা রাখছেন খালিদ।

Latest article