ভয়ঙ্কর! যোগীরাজ্যে করওয়া চৌথের রাতে উধাও ১২ জন নববধূ

ধুমধাম করেই পালন করা হল করওয়া চৌথের (Karwa Chauth) পবিত্র রাত। সারাদিন উপবাস করেছিলেন পরিবারের নববধূরা।

Must read

ধুমধাম করেই পালন করা হল করওয়া চৌথের (Karwa Chauth) পবিত্র রাত। সারাদিন উপবাস করেছিলেন পরিবারের নববধূরা। পুজো ও চাঁদ দেখে অবশেষে পরিবারের সকলের সঙ্গে খাওয়া-দাওয়াও করেছিলেন। অনেকের কাছেই এটা বিয়ের পরে প্রথম করওয়া চৌথ। কিন্তু এর মাঝেই ঘটে গেল অবাক করা ঘটনা। উত্তরপ্রদেশের আলিগড় শহরের সাসনি গেট থানা এলাকায় খাওয়া-দাওয়ার পরে সেই পরিবারের বাকিরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই সময়েই হঠাৎ ১২ জন সদ্য বিবাহিত নববধূ বাড়ি থেকে উধাও।

আরও পড়ুন-বাঁচার লড়াইয়ে আজ খালিদের অস্ত্র আক্রমণ

প্রথমে শ্বশুরবাড়ির লোকজন শুধু নববধূরাই নেই বলে মনে করলেও পরে দেখা যায়, বাড়ির নগদ অর্থ, সোনা-রুপোর গয়না ছাড়াও বেশ কিছু মূল্যবান জিনিস উধাও। তারা মনে করছেন খাবারে মাদক জাতীয় কিছু মেশানো হয়েছিল যার ফলে তাঁরা সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন। একটা নয় এরপরেই দেখা গেল চারটি পরিবারের পক্ষ থেকে থানায় FIR দায়ের করা হয়েছে। সাসনি গেট থানার পুলিশ এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছে, পলাতক নববধূদের প্রত্যেকের মোবাইল ফোন বন্ধ। সিসিটিভি ফুটেজেও বাড়ি ছাড়ার সময়েই তাঁদের শেষবার দেখা গিয়েছে। তার পরে তাঁরা কোন দিকে গিয়েছেন, সেটা দেখা যাচ্ছে না।

আরও পড়ুন-২০২৫-এ বিজ্ঞানের নোবেলজয়ীরা

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ মনে করছে, এর পিছনে কোন একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। বিহার ও ঝাড়খণ্ড থেকে মেয়েদের এনে ঘটকদের মাধ্যমে বিয়ে দেওয়া হত। এখানেও দেখা গিয়েছে প্রতিটি ক্ষেত্রে বিয়েগুলি ঘটকদের মাধ্যমে হয়েছে। এর জন্য তারা ৮০ হাজার থেকে দেড় লক্ষ টাকা নিয়েছিল। নববধূরা পালিয়ে যেতেই শ্বশরবাড়ির পক্ষ থেকে সেই সব ঘটকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে তারাও মোবাইল ফোন বন্ধ করে পালিয়েছে বলে জানা গিয়েছে। পলাতক নববধূদের এবং এই চক্রের সঙ্গে যুক্ত ঘটকদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে। ঘটকদের তল্লাশি চালানো হচ্ছে। শুধু আলিগড় বলে নয়, আশেপাশের জেলাগুলিতেও খোঁজ শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে সামগ্রিক ভাবে লুঠ হওয়া জিনিসপত্রের মূল্য আনুমানিক ৩০ লক্ষ টাকারও বেশি।

Latest article