সংবাদদাতা, জঙ্গিপুর : মুর্শিদাবাদ থেকে বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান বহরমপুর এবং হরিহরপাড়া থানা এলাকার ৭ পরিযায়ী শ্রমিক। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মঙ্গলবার দমকল মন্ত্রী সুজিত বসু মুর্শিদাবাদ এসে মৃত শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেন।
আরও পড়ুন-পাড়ায় সমাধানে আবেদনের ৭২ দিনে নতুন রাস্তা পেলেন সন্দেশখালিবাসী
প্রসঙ্গত, প্রায় এক মাস আগে বহরমপুরের পাঁচ পীরতলা এবং হরিহরপাড়ার খিদিরপুর মিনারুল শেখ, জিয়াবুর শেখ, হাসান মণ্ডল, তাজিবুর শেখ, নুরজামাল শেখ ,সাফিজুল শেখ এবং জাহিদ আলি বেঙ্গালুরুর বিরডি যান এক বহুতল নির্মাণের কাজে। ৬ অক্টোবর রাতে যখন তাঁরা ঘুমোচ্ছিলেন সেই সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিক করে বিস্ফোরণ ঘটায় ৭ জনই গুরুতর অগ্নিদগ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত কয়েকদিনে ৭ শ্রমিকেরই মৃত্যু হয়। ইতিমধ্যেই রাজ্যের তরফে দেহ নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী সুজিত বসু। সঙ্গে ছিলেন সাংসদ ইউসুফ পাঠান, জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার-সহ জেলা পুলিশের শীর্ষকর্তারা। মন্ত্রী বলেন, মর্মান্তিক এই ঘটনা জেলা নেতৃত্বের কাছ থেকে জানামাত্রই মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিয়েছেন। তাঁর নির্দেশেই মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়াতে এসেছি। প্রত্যেক পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে। নিহত শ্রমিকদের পরিবারের পাশে সর্বদাই থাকব। মন্ত্রী কাশ্মীরে তুষারঝড়ে মৃত সেনা হরিহরপাড়ার পলাশ ঘোষের পরিবারের সঙ্গেও দেখা করবেন।